
রায়পুর, ২৩ ডিসেম্বর (হি.স.) : ছত্তিশগড়ে মহাসমুন্দ জেলায় ধান ক্রয় প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও সুষ্ঠুভাবে পরিচালিত হচ্ছে। জেলার বিভিন্ন কেন্দ্রে ডিজিটাল টোকেন ব্যবস্থার মাধ্যমে কৃষকদের কাছ থেকে নির্বিঘ্নে ধান কেনা হচ্ছে। এরই অঙ্গ হিসেবে গ্রামীণ সেবা সমবায় সমিতিতে নিয়মিত ধান ক্রয় চলছে।
সমিতি সূত্রে জানা গেছে, মঙ্গলবার ২৯ জন কৃষকের জন্য মোট ১,৭৭৭ কুইন্টাল ধানের টোকেন ইস্যু করা হয়েছে। এখনও পর্যন্ত ৫৬১ জন কৃষকের কাছ থেকে মোট ৩১,৪৩৮ কুইন্টাল ধান কেনা হয়েছে। এর মধ্যে ১৫,৬২০ কুইন্টাল মোটা ধান উত্তোলনও সম্পন্ন হয়েছে। নিরাপদ ও সময়মতো অর্থপ্রদানের ফলে কৃষকদের কোনও সমস্যায় পড়তে হচ্ছে না।
স্থানীয় কৃষকদের দাবি, অনলাইন টোকেন ব্যবস্থায় নির্ধারিত সময়ে ওজন, স্বচ্ছ লেনদেন এবং সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে অর্থপ্রাপ্তি নিশ্চিত হচ্ছে। এতে রাজ্য সরকারের প্রতি কৃষকদের আস্থা আরও বেড়েছে বলে জানান তাঁরা।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য