দৃশ্যমানতা কম থাকায় স্কুল বাস–অ্যাম্বুলেন্সের সংঘর্ষ, মৃত্যু অ্যাম্বুলেন্স চালকের
জয়পুর, ২৩ ডিসেম্বর (হি.স.): রাজস্থানে ঘন কুয়াশার দাপটে বিপর্যস্ত জনজীবন । মঙ্গলবার সকালে সিকার জেলার ফতেহপুর এলাকায় ঘন কুয়াশার কারণে স্কুল বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে অ্যাম্বুলেন্স চালকের মৃত্যু হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, ফতেহপুর–রা
দৃশ্যমানতা কম থাকায় স্কুল বাস–অ্যাম্বুলেন্সের সংঘর্ষে চালকের মৃত্যু


জয়পুর, ২৩ ডিসেম্বর (হি.স.): রাজস্থানে ঘন কুয়াশার দাপটে বিপর্যস্ত জনজীবন । মঙ্গলবার সকালে সিকার জেলার ফতেহপুর এলাকায় ঘন কুয়াশার কারণে স্কুল বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে অ্যাম্বুলেন্স চালকের মৃত্যু হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, ফতেহপুর–রামগড় রাজ্য সড়কে থেধি-সাঁঝসার গ্রামের কাছে এদিন সকালে দুর্ঘটনাটি ঘটে। এমআরজে স্কুলের বাস গ্রাম থেকে পড়ুয়াদের নিয়ে ফতেহপুরের দিকে আসছিল। ঘন কুয়াশার কারণে বিপরীত দিক থেকে আসা অ্যাম্বুলেন্সটি দেখা না যাওয়ায় সংঘর্ষ হয়।

আহত অবস্থায় অ্যাম্বুলেন্স চালককে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃতের পরিচয় রামু মালি (২৫)।

এদিকে আবহাওয়া দফতর জানিয়েছে, রাজ্যের একাধিক জেলায় আগামী কয়েকদিন ঘন কুয়াশা ও শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে। চালকদের সতর্কতা অবলম্বন এবং তীব্র গতি এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande