
কলকাতা, ২৩ ডিসেম্বর (হি. স.) : ডায়মন্ডহারবার ডাকঘরের মধ্যে থেকেই ৫০ হাজার টাকা নগদ ছিনতাই হল। সিসিটিভি থাকলেও তা অস্পষ্ট, পোস্ট অফিসের নিরাপত্তা নিয়েই মঙ্গলবার সেখানে উঠেছে একাধিক প্রশ্ন।
এদিকে, ঘটনায় প্রকাশ যে ডায়মন্ড হারবার ডাকঘর অফিসের মধ্যে থেকেই এক মহিলার ব্যাগ কেটে ৫০ হাজার টাকা ছিনতাই। ওই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায় ওই মহিলার নাম অপর্ণা ভান্ডারী ডায়মন্ডহারবার পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ঘরের কাজের জন্য মঙ্গলবারে এক লক্ষ টাকা ডাকঘর থেকে তুলে নেন। কিন্তু পোস্ট অফিসের ভিতরে ভিড়ের মধ্যেই হঠাৎ করে ব্যাগ কেটে ৫০ হাজার টাকা বের করে নেয় ছিনতাই কারীরা। পর মুহূর্তে বিষয়টি বুঝতে পেরে বয়স্ক অপর্ণা ভান্ডারী তড়িঘড়ি তার বৌমাকে ফোন করেছেন।
অন্যদিকে, ডাকঘরের সিসিটিভি ক্যামেরায় ওই ঘটনা পরীক্ষা করতে গিয়ে দেখা যায় যে তা অস্পষ্ট। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই থানায় অভিযোগ করেছেন অপর্ণা ভান্ডারী। তবে প্রশ্ন উঠছে জেলার এত বড় ডাকঘরে ডায়মন্ডহারবারে নিরাপত্তা কোথায়? যেখানে প্রতিদিন এত টাকা লেনদেন হয়ে থাকে। সর্ষের মধ্যে ভূত!
সেখানে ডাকঘরের মধ্যে থাকলেও তা সঠিকভাবে কেন কাজ করবে না। সাধারণ খেটে খাওয়া গরীব মানুষের টাকার নিরাপত্তা কোথায়! অন্যদিকে, ঘটনাস্থলে পৌঁছায় ডায়মন্ড হারবার থানার পুলিশ। তবে এই বিষয় নিয়ে ডাকঘর কর্তৃপক্ষের সঙ্গে কথাবার্তা বলতে চাইলে তারা কোনও রকম সহযোগিতা করেননি বলে দাবি পরিবারের লোকজনের। এমনকি সংবাদমাধ্যমের সামনেও মুখে কুলুপ এঁটেছে ডায়মন্ড হারবার ডাকঘর কর্তৃপক্ষ। ইতিমধ্যেই ডায়মন্ড হারবার থানার পুলিশ সিসিটিভি ক্যামেরার সংশ্লিষ্ট হার্ডডিস্ক এর মধ্যে কোনও কিছু পাওয়া যায় কিনা তা নিয়ে তদন্ত শুরু করেছে জেলা পুলিশ প্রশাসন।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত