
বক্সনগর (ত্রিপুরা), ২৩ ডিসেম্বর (হি.স.) : মঙ্গলবার ভোরে ঘন কুয়াশার মধ্যেই সিপাহীজলা জেলার যাত্রাপুর থানার উদ্যোগে ব্যাপক গাঁজা-বিরোধী অভিযান চালানো হয়। ওসি স্মৃতি কান্ত বর্ধনের নেতৃত্বে দু’দফায় এই অভিযানে মোট ২২টি পৃথক গাঁজা বাগানে লক্ষাধিক গাঁজা গাছ কেটে ধ্বংস করেছে পুলিশ ও টিএসআর জওয়ানরা।
ওসি জানান, সকাল প্রায় সাতটা নাগাদ প্রথম দফার অভিযান শুরু হয়। গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে জগৎরামপুরের টিটিএএডিসি ভিলেজ সংলগ্ন দক্ষিণ তৈছামারা জঙ্গলে অভিযান চালানো হয়। বিস্তীর্ণ বনজুড়ে ছড়িয়ে থাকা ১২টি প্লটে ফলন্ত গাঁজা গাছ কেটে ফেলা হয়। এরপর নিরাপত্তা বাহিনী নিরাপদে কাঁঠালিয়ায় ফিরে আসে।
দ্বিতীয় দফায় নিরাপত্তা বাহিনী কাঁঠালিয়ার বাণিজ্যিক এলাকা থেকে সোনামুড়া–বিলোনিয়া বাইপাস ধরে প্রায় ১২ কিলোমিটার এগিয়ে দক্ষিণ পাহাড়পুরের ঠাম্মামুড়া জঙ্গলে পৌঁছায়। সেখানেও ১০টি প্লটে আরও গাঁজা গাছ ধ্বংস করা হয়।
অভিযান চলাকালীন দূর থেকে কয়েকজন সন্দেহভাজনকে দেখা গেলেও বিপুল সংখ্যক পুলিশ ও টিএসআর জওয়ানের উপস্থিতিতে কেউই বাধা দেওয়ার সাহস দেখাতে পারেনি। ফলে নির্বিঘ্নে পুরো অভিযান সম্পন্ন হয়।
ওসি জানান, ঘন কুয়াশা ও দুর্গম জঙ্গল সত্ত্বেও অভিযান সফল হয়েছে। মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে ভবিষ্যতেও অভিযান আরও জোরদার করা হবে। এদিকে৷ পুলিশের এই সাফল্যে এলাকায় মাদক ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে বলে মত স্থানীয় বাসিন্দাদের।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ