
পশ্চিম সিংভূম, ২৩ ডিসেম্বর (হি.স.) : টাটা স্টিলে চাকরি দেওয়ার নামে বড়সড় প্রতারণার ঘটনা সামনে এসেছে ঝাড়খণ্ডের পশ্চিম সিংভূম জেলায়। অভিযোগ, নিজেকে টাটা স্টিলের অনুমোদিত ভেন্ডর পরিচয় দিয়ে অনলাইন রেজিস্ট্রেশনের নামে ৬৭৪ জনের কাছ থেকে টাকা আদায় করে চম্পট দেয় এক যুবক। প্রতারণার অঙ্ক প্রায় ৭ লক্ষ ২৪ হাজার টাকা।
মঙ্গলবার পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্ত সূর্য প্রতাপ সিং নিজেকে টাটা স্টিলের আরবিসিবিডি ভেন্ডর দাবি করে চাকরির আশ্বাস দেয়। জনপ্রতি ১,০৭৫ টাকা রেজিস্ট্রেশন ফি নেওয়া হয় একটি কিউআর কোডের মাধ্যমে। পরে ৪ প্রার্থীদের টাটা স্টিল চত্বরে ডাকা হলেও সেদিনই অভিযুক্তের মোবাইল বন্ধ হয়ে যায়।
মাঝগাঁও থানা এলাকার খারপোস গ্রামের বাসিন্দা নরেশ দাস এই ঘটনায় পুলিশ সুপারের কাছে অভিযোগ দায়ের করেছেন। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি সাধারণ মানুষকে চাকরির নামে টাকা লেনদেন না করার সতর্কবার্তাও দেওয়া হয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য