
পূর্ব সিংভূম, ২৩ ডিসেম্বর (হি.স.) : ঝাড়খণ্ডের পূর্ব সিংভূমে সোমবার রাতে পুলিশের তৎপরতায় উদ্ধার মাদক দ্রব্য। ঘটনাটি ঘটেছে সোমবার রাতে , পূর্ব সিংভূমের বারসোল থানার অন্তর্গত কদমডিহা গ্রামে । তবে এখনও পর্যন্ত পলাতক মাদক পাচারকারীরা ।
মঙ্গলবার এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, সোমবার রাতে পুলিশ খবর পায় কদমডিহা অঞ্চলে মাদক পাচার হতে চলেছে । সেই তথ্যের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং এলাকা টহল দিতে শুরু করে । সেইসময় এক স্কুটার আরোহীকে দেখে পুলিশের সন্দেহ হয়। ওই সন্দেহভাজন স্কুটার আরোহীকে পুলিশ থামতে বললে স্কুটার ফেলে সে চম্পট দেয় । পুলিশ স্কুটার থেকে উদ্ধার করে ২ কিলোগ্রাম মাদক ( গাঁজা ) । তবে প্রাথমিকভাবে ঘটনাস্থলে পড়ে থাকা স্কুটারের নথি এবং চালকের পরিচয়পত্র খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছে পুলিশ ।
---------------
হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক