
মুর্শিদাবাদ, ২৩ ডিসেম্বর (হি.স.): মাদক উদ্ধার হল মুর্শিদাবাদ জেলার লালগোলায়। পুলিশ সূত্রে খবর, সোমবার মধ্যরাতে পুলিশ কৃষ্ণপুর এলাকায় অভিযান চালিয়ে এক যুবককে আটক করে। তার কাছে তল্লাশি চালানো হলে উদ্ধার হয় ২৫৯ গ্রাম হেরোইন। অভিযুক্ত যুবক সাকিবুর শেখ লালগোলা থানার গাবতলা এলাকার বাসিন্দা। মঙ্গলবার ধৃতকে আট দিনের পুলিশি হেফাজতে চেয়ে মাদক সংক্রান্ত বিশেষ আদালতে পাঠানো হয়েছে।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ