
দুর্গাপুর, ২৩ ডিসেম্বর (হি. স. ): বেতন বৃদ্ধি, অবসরকালীন পাঁচ লক্ষ টাকা ক্ষতিপূরণ, সরকারি কর্মীর স্বীকৃতিসহ একাধিক দাবিতে কর্মবিরতিতে সামিল হলেন দুর্গাপুর নগর নিগমের স্বাস্থ্যকর্মীরা। মঙ্গলবার সকাল থেকে কাজ বন্ধ রেখে দুর্গাপুর নগর নিগমের সামনে বিক্ষোভ দেখান রাজ্য পৌর স্বাস্থ্যকর্মী কন্ট্রাকচুয়াল ইউনিয়নের সদস্যরা।
বিক্ষোভকারীদের অভিযোগ, দুর্গাপুর পুরসভার অধীন বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে কর্মরত স্বাস্থ্যকর্মীদের প্রতিদিন ১০ থেকে ১১ ঘণ্টা কাজ করতে হলেও মাসিক বেতন পাঁচ হাজার টাকার সামান্য বেশি। বেতন বৃদ্ধির দাবিতে একাধিকবার পুরমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানানো হলেও এখনও কোনও সমাধান মেলেনি। ফলে দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মবিরতি চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা।
বিক্ষোভস্থলে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ পৌর স্বাস্থ্যকর্মী কন্ট্রাকচুয়াল ইউনিয়নের যুগ্ম সম্পাদক কেকা পাল। তিনি বলেন, “দীর্ঘদিন ধরে ন্যায্য দাবিতে আন্দোলন করছি। অবিলম্বে দাবি মানা না হলে কর্মবিরতি প্রত্যাহার করা হবে না। এই আন্দোলন সারা রাজ্যের পাশাপাশি দুর্গাপুরেও চলবে।”
বর্তমানে দুর্গাপুর নগর নিগম এলাকায় প্রায় ১৫০ জন পৌর স্বাস্থ্যকর্মী কর্মরত রয়েছেন। তাঁদের অনির্দিষ্টকালের কর্মবিরতির ফলে পুর এলাকায় স্বাস্থ্য পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / জয়দেব লাহা