
ডোমজুর, ২৩ ডিসেম্বর ( হি. স.) : হাওড়ার ডোমজুর থানার অন্তর্গত রাঘবপুর এলাকায় নাবালিকাকে যৌন নিগ্রহের অভিযোগ ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়াল। মঙ্গলবার সকাল থেকেই এলাকা থমথমে। জানা গিয়েছে, সোমবার রাতে এই ঘটনাকে কেন্দ্র করে ক্ষুব্ধ গ্রামবাসীরা রাস্তা নির্মাণের কাজে যুক্ত একটি ঠিকাদার সংস্থার গাড়িতে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ। পরিস্থিতি সামাল দিতে ডোমজুর থানার বিশাল পুলিশ বাহিনী ও র্যাফ ঘটনাস্থলে পৌঁছায়।স্থানীয় সূত্রে জানা গেছে, ওই এলাকায় রাস্তা তৈরির কাজ চলছিল। অভিযোগ, কাজের সঙ্গে যুক্ত ঠিকাদার সংস্থার এক কর্মী নাবালিকাকে যৌন নিগ্রহ করেছে। ঘটনাটি প্রকাশ্যে আসতেই এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। অভিযুক্তের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ও অবিলম্বে গ্রেফতারের দাবিতে বিক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা।বিক্ষোভ চলাকালীন পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। উত্তেজিত জনতা ঠিকাদার সংস্থার একাধিক গাড়িতে ভাঙচুর চালায় এবং একটি গাড়িতে আগুন লাগিয়ে দেয় বলে অভিযোগ। খবর পেয়ে ডোমজুর থানার পুলিশ ও র্যাফ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দীর্ঘ সময় ধরে এলাকায় পুলিশি টহল চালানো হয়।পুলিশ সূত্রে জানা গেছে, অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু হয়েছে। নাবালিকার শারীরিক পরীক্ষা ও আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। অভিযুক্তের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। এলাকাবাসী স্পষ্ট জানিয়েছেন, যতক্ষণ না অভিযুক্তকে গ্রেফতার করা হচ্ছে, ততক্ষণ তাঁদের দাবি ও আন্দোলন চলবে।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়