
নয়াদিল্লি, ২৩ ডিসেম্বর (হি.স.): মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি সংস্কৃত সুভাষিতম তাঁর সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছেন।
সোশ্যাল মিডিয়া এক্স হ্যান্ডলে তিনি সংস্কৃতে লিখেছেন,
সুবর্ণ-রৌপ্য-মাণিক্য-বসনৈরপি পুরিতাঃ।
তথাপি প্রার্থয়ন্ত্যেব কৃষকান্ ভক্ততৃষ্ণয়া।।
এর অর্থ হ’ল – সোনা, রূপা, মূল্যবান অলঙ্কার ও দামি পোশাক-পরিচ্ছদ থাকা সত্ত্বেও মানুষকে খাদ্যের জন্য কৃষকদের উপরেই নির্ভর করতে হয়।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ