চেন্নাই সফরে পীযূষ গোয়েল, আলাপচারিতা করবেন পালানিস্বামীর সঙ্গে
চেন্নাই, ২৩ ডিসেম্বর (হি.স.): তামিলনাড়ু, পুদুচেরি, অসম, পশ্চিমবঙ্গ এবং কেরলে আসন্ন নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে বিজেপি। তামিলনাড়ুর বিজেপির নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত এবং কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল চেন্নাইতে থাকবেন। বিজেপি নে
চেন্নাই সফরে পীযূষ গোয়েল, আলাপচারিতা করবেন পালানিস্বামীর সঙ্গে


চেন্নাই, ২৩ ডিসেম্বর (হি.স.): তামিলনাড়ু, পুদুচেরি, অসম, পশ্চিমবঙ্গ এবং কেরলে আসন্ন নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে বিজেপি। তামিলনাড়ুর বিজেপির নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত এবং কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল চেন্নাইতে থাকবেন। বিজেপি নেতা তথা আইন প্রতিমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল এবং বেসামরিক বিমান পরিবহন প্রতিমন্ত্রী মুরলীধর মোগলকে সহ-নির্বাচনী প্রভারী হিসেবে নিযুক্ত করা হয়েছে।

কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল মঙ্গলবার রাজ্য বিজেপি কার্যালয়ে বিজেপির রাজ্য সভাপতি নায়ার নাগেন্দ্রন এবং অন্যান্য নেতৃত্বের সঙ্গে আলোচনা করবেন। এই বৈঠকের পর, তিনি অল ইন্ডিয়া আন্না দ্রাবিড় মুন্নেত্র কাজাগ্রামের সাধারণ সম্পাদক পালানিস্বামীর সঙ্গে আসন বণ্টন নিয়ে প্রাথমিক আলোচনা করবেন। পালানিস্বামীর বাসভবনে একটি ভোজ সভারও আয়োজন করা হয়েছে। রাজ্যপাল আর.এন. রবির সঙ্গে গোয়েলের সাক্ষাতের সম্ভাবনা রয়েছে বলে জানা যাচ্ছে।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande