
কলকাতা, ২৩ ডিসেম্বর (হি. স.) : অষ্টম গ্রাম কৃষ্টি উৎসবের সূচনা হল। আয়োজক কলকাতা প্রেস ক্লাব। সপ্তাহব্যাপী ওই মেলা চলবে ২৯ ডিসেম্বর পর্যন্ত কলকাতা ময়দানের তাঁবুতে। ভাটিয়ালি গান, ভাওয়াইয়া, কবি গান, বাউল গান, ঝুমুর গান ও ফকিরি গান। অংশগ্রহণে - লোক প্রসার প্রকল্পের শিল্পীরা। সেইসঙ্গে পুতুল নাটক, খন পালা, চন্ডী নৃত্য, নাটুয়া পালা, গম্ভীরা পালা, রাভা নৃত্য ও কালিকাপাতাড়ি পালা দেখার সুযোগ রয়েছে। প্রবেশ অবাধ।
প্রেস ক্লাব, কলকাতায় উদ্যোগে সপ্তাহব্যাপী গ্রামীণ শিল্পের প্রদর্শনী ও লোকসংস্কৃতি উৎসবের প্রথম দিনেই সাড়া মিলেছে। এক টুকরো গ্রাম - এই মুহূর্তে সবুজ গালিচা পাতা ক্লাবের লনে জমজমাট। উল্লেখ্য, নকশী কাঁথা, পাট এবং টেরাকোটা গহনা, মিনাকারি গহনা, পট চিত্র, কাঠের পুতুল, মাদুরের কাজ, গামছা - খাদি - বাটিক পোশাক, পারস্পরিক চিকিৎসা। এছাড়াও বিশেষ আকর্ষণ হিসেবে রয়েছে - জৈব ফসল, মধু, পিঠে - পুলি, মোয়া সহ নানান খাদ্য দ্রব্যের সম্ভার মজুত।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত