
কলকাতা, ২৩ ডিসেম্বর (হি. স.) : নেতাজি সুভাষচন্দ্র বোস মেমোরিয়াল ইনস্টিটিউটের সুভাষগ্রাম ও চম্পাহাটি শাখার শিশুদের নিয়েই সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দক্ষিণ ২৪ পরগনার রাজপুর সোনারপুরের রবীন্দ্রভবনে এই অনুষ্ঠানের আয়োজন হয়। মঙ্গলবার সকালে রবীন্দ্রভবনে হৈ - চৈ ও আনন্দে মেতে ওঠে ছোট ছোট শিশুরা। গানের সঙ্গে শিশুদের নাচ এক অভিনব মাত্রা তৈরি করে।
এই অনুষ্ঠানে বিশেষ অতিথির আসন অলঙ্কৃত করেন ভারত সেবাশ্রম সঙ্ঘের অন্বেষানন্দ মহারাজ, বিশিষ্ট চিত্রশিল্পী মাইকেল বোস, রাজপুর সোনারপুর পুরসভার চেয়ারম্যান ডঃ পল্লব কুমার দাস প্রমুখ। ওই বিদ্যালয়ের কর্ণধার শম্ভু সাউ ওএবং অধ্যক্ষা ঈপ্সিতা সামন্ত। উভয়ের উপস্থিতি এদিনের অনুষ্ঠানে এক অনন্য মাত্রা যোগ করে। সুভাষচন্দ্র বোস মেমোরিয়াল ইন্স্টিটিউটের কর্ণধর শম্ভু সাউ বলেন, প্রতিবছরের মত এ বছরেও আমাদের স্কুল নেতাজি সুভাষচন্দ্র বোস মেমোরিয়াল ইন্সস্টিটিউট এর ছাত্রছাত্রীদের জন্য এক অভিনব উদ্যোগে সংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করেছে।পড়াশোনার পাশাপাশি সংস্কৃতি বিকাশের দিকটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমস্ত ছোট্ট শিশুদের অত্যন্ত যত্ন সহকারে প্রশিক্ষণের মধ্যে দিয়ে তাদের পারদর্শী করে তুলেছেন এই বিদ্যালয়ের শিক্ষক- শিক্ষিকারা।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত