পথশ্রী প্রকল্পের শিলান্যাস মঞ্চে হুমায়ুন কবিরকে তোপ তৃণমূলের, পাল্টা কটাক্ষ বিজেপির
মালদা, ২৩ ডিসেম্বর ( হি. স.) : পাশের জেলায় নতুন দল ঘোষণার পর এবার মালদার হরিশ্চন্দ্রপুরে পথশ্রী প্রকল্পের রাস্তা শিলান্যাসের অনুষ্ঠান থেকেও সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরকে নিশানা করল শাসক দল। মঙ্গলবার মসজিদকে কেন্দ্র করে রাজনীতির অভিযোগ
মর্জিনা খাতুন


মালদা, ২৩ ডিসেম্বর ( হি. স.) : পাশের জেলায় নতুন দল ঘোষণার পর এবার মালদার হরিশ্চন্দ্রপুরে পথশ্রী প্রকল্পের রাস্তা শিলান্যাসের অনুষ্ঠান থেকেও সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরকে নিশানা করল শাসক দল। মঙ্গলবার মসজিদকে কেন্দ্র করে রাজনীতির অভিযোগ তুলে হুমায়ুনকে কড়া আক্রমণ করেন জেলা পরিষদ সদস্য তথা ব্লক তৃণমূল সভানেত্রী মর্জিনা খাতুন। তাঁর বক্তব্য সামনে আসতেই পাল্টা তৃণমূলকে কটাক্ষ করেছে বিজেপি। শুরু হয়েছে তীব্র রাজনৈতিক তরজা।মালদার হরিশ্চন্দ্রপুরের রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের খোশালপুর এলাকায় পথশ্রী প্রকল্পে প্রায় ২ কোটি ৩১ লক্ষ টাকা বরাদ্দে রাস্তা নির্মাণের কাজের শিলান্যাস হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক নিহার রঞ্জন ঘোষ, জেলা তৃণমূলের সহ-সভাপতি তথা প্রাক্তন আইপিএস প্রসূন বন্দ্যোপাধ্যায় এবং মর্জিনা খাতুন।মঞ্চ থেকে মর্জিনা খাতুন বলেন, “মসজিদ আবেগের বিষয়। বাবরি মসজিদ নিয়ে কোনও আপত্তি নেই। কিন্তু মসজিদ দেখিয়ে রাজনীতি করে হুমায়ুন কবির বিজেপিকে সুবিধা করে দিচ্ছেন।” অন্যদিকে বিজেপির দাবি, তৃণমূল ভয় পেয়েছে এবং সংখ্যালঘুরাও শাসক দলের পাশ থেকে সরে যাচ্ছে।বিধায়ক নিহার রঞ্জন ঘোষ বিজেপির চক্রান্ত রুখতে বোম-বন্দুক নয়, ব্যালটে জবাব দেওয়ার আহ্বান জানান। প্রাক্তন আইপিএস প্রসূন বন্দ্যোপাধ্যায় স্বচ্ছতা বজায় রেখে মানুষের পাশে থেকে কাজ করার বার্তা দেন। যদিও বিজেপির অভিযোগ, ভোটের আগে রাস্তার নামে মানুষকে বোকা বানিয়ে নির্বাচনের খরচ তুলছে তৃণমূল। সব মিলিয়ে এলাকায় রাজনৈতিক চাপানউতোর তুঙ্গে।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande