
দুর্গাপুর, ২৩ ডিসেম্বর (হি. স.): কাঁকসায় প্রতিবেশী বিবাদের জেরে এক মহিলাকে কুপিয়ে খুনের ঘটনায় দোষী সাব্যস্ত অভিযুক্ত রানা সিংয়ের যাবজ্জীবন কারাদণ্ডের সাজা ঘোষণা করল দুর্গাপুর মহকুমা আদালত। মঙ্গলবার আদালতের বিচারক এই রায় ঘোষণা করেন।
মামলার বিবরণে জানা যায়, নিহত মহিলার নাম মনি মূর্মু (৪০)। তিনি কাঁকসার মলানদীঘি ফাঁড়ির অন্তর্গত মুচিপাড়া এলাকায় স্বামী উত্তম মূর্মুর সঙ্গে ভাড়া বাড়িতে বসবাস করতেন। ২০২২ সালের ১৫ জুলাই বাড়ির পাশে রাস্তায় জোরে ফোনে কথা বলা নিয়ে দুই প্রতিবেশীর মধ্যে বচসার সূত্রপাত হয়। অভিযোগ, রাতের ডিউটি সেরে সকালে ঘুমোচ্ছিলেন রানা সিং। তখন তাঁর স্ত্রী জবা সিং ফোনে জোরে কথা বলায় আপত্তি তোলেন এবং সেখান থেকেই উত্তম মূর্মুর স্ত্রী মনি মূর্মুর সঙ্গে জবা সিংয়ের তীব্র বাকবিতণ্ডা শুরু হয়।
এই বিবাদের মাঝেই রানা সিং ক্ষিপ্ত হয়ে প্রথমে মনি মূর্মুকে মারধর করে এবং পরে ছুরি দিয়ে মনি মূর্মু ও তাঁর স্বামী উত্তম মূর্মুকে একাধিকবার আঘাত করে বলে অভিযোগ। স্থানীয়রা তড়িঘড়ি তাঁদের উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় মনি মূর্মুর মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় উত্তম মূর্মুকে হাসপাতালে ভর্তি করা হয়।
ঘটনার পর কাঁকসা থানার পুলিশ অভিযুক্ত রানা সিংকে গ্রেফতার করে এবং তদন্ত শেষে আদালতে চার্জশিট জমা দেয়। দীর্ঘ বিচারপ্রক্রিয়া শেষে সাক্ষ্যপ্রমাণ ও ময়নাতদন্ত রিপোর্টের ভিত্তিতে আদালত অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা ঘোষণা করে।
সরকারি আইনজীবী চন্দন বন্দ্যোপাধ্যায় বলেন, “সমস্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আদালত অভিযুক্ত রানা সিংকে যাবজ্জীবন কারাদণ্ডের রায় দিয়েছেন। এই রায়ে মৃতার পরিবার সন্তোষ প্রকাশ করেছে।”
---------------
হিন্দুস্থান সমাচার / জয়দেব লাহা