
আমেঠি, ২৩ ডিসেম্বর (হি.স.): উত্তর ভারতে ঘন কুয়াশার কারণে প্রাণ গেল দু'জনের। মঙ্গলবার ভোরে উত্তর প্রদেশের আমেঠিতে কুয়াশার জেরে ধাক্কা লাগে পর পর ৬টি গাড়ির মধ্যে। সেই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ২ জনের। আহত অন্তত ১৬ জন।
এ দিন পুলিশ সূত্রে জানা গেছে, মুসাফিরখানা থানা এলাকায় আমেঠি-সুলতানপুর বাঁকের কাছে একটি ট্রাক প্রথমে রাস্তার ধারে থাকা রেলিংয়ে ধাক্কা মারে। ঘন কুয়াশায় চালক কিছু দেখতে পাননি বলেই ধারণা পুলিশের। এর পরে ওই ট্রাকটির পিছনে থাকা আরও তিনটি ট্রাক, একটি বাস এবং একটি ছোট গাড়ি একে অপরকে ধাক্কা মারে। দুর্ঘটনাগ্রস্ত গাড়িগুলি থেকে যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় পুলিশ। কিন্তু ২ জনকে বাঁচানো যায়নি। চিকিৎসক মৃত ঘোষণা করেন| ঘটনার তদন্ত করছে পুলিশ|
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ