জলপাইগুড়িতে মর্মান্তিক পথ দুর্ঘটনায় নিহত দুই , চিকিৎসাধীন এক
জলপাইগুড়ি, ২৩ ডিসেম্বর (হি.স.) : সোমবার গভীর রাতে মর্মান্তিক বাইক দুর্ঘটনার কবলে তিন বন্ধু । ঘটনাস্থলে মৃত্যু হয়েছে দু’জনের। আশঙ্কাজনক অবস্থায় জলপাইগুড়ি মেডিকেলে চিকিৎসাধীন একজন। সোমবার আনুমানিক রাত ১টা নাগাদ ঘটনাটি ঘটেছে হলদিবাড়ি-জলপাইগুড়ি রা
জলপাইগুড়িতে মর্মান্তিক পথ দুর্ঘটনায় নিহত দুই , চিকিৎসাধীন এক


জলপাইগুড়ি, ২৩ ডিসেম্বর (হি.স.) : সোমবার গভীর রাতে মর্মান্তিক বাইক দুর্ঘটনার কবলে তিন বন্ধু । ঘটনাস্থলে মৃত্যু হয়েছে দু’জনের। আশঙ্কাজনক অবস্থায় জলপাইগুড়ি মেডিকেলে চিকিৎসাধীন একজন। সোমবার আনুমানিক রাত ১টা নাগাদ ঘটনাটি ঘটেছে হলদিবাড়ি-জলপাইগুড়ি রাজ্য সড়কের মধ্য কাশিয়াবাড়ির চামড়াগুদাম এলাকায়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতদের নাম বিকাশ রায় (১৭) এবং তন্ময় রায় (২১)। এদের মধ্যে একজনের বাড়ি জলপাইগুড়ি সদর ব্লকের নগর বেরুবাড়ি গ্রাম পঞ্চায়েতের পুরাটুপাড়া এলাকায়। অন্যজনের বাড়ি গরালবাড়ি গ্রাম পঞ্চায়েতের বড়ুয়াপাড়া এলাকায়। আহত যুবকের বাড়ি নগর বেরুবাড়ির লালবাজারপাড়া এলাকায়। তন্ময়ের বাবা পশুনাথ রায় জানান, রাতের খাবার সেরে ন’টা নাগাদ বন্ধুর ফোন পেয়ে বাড়ি থেকে বের হয়েছিল। তারপরেই গভীর রাতে এমন ঘটনা ঘটে।

এক প্রত্যক্ষদর্শী জানান, রাতের অন্ধকারে গুরুতর আহত অবস্থায় তিনজনকে রাস্তায় পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়। এরপর পুলিশ গিয়ে তাঁদের উদ্ধার করে হলদিবাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। কিন্তু সেখানে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা দু’জনকে মৃত বলে ঘোষণা করেন। অন্যজনকে গুরুতর আহত অবস্থায় জলপাইগুড়ি মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়েছে।

স্থানীয়দের প্রাথমিক অনুমান, রাস্তার পাশে পাথর নামানোর জন্য দাঁড়িয়ে ছিল একটি ডাম্পার। রাতের অন্ধকারে নিয়ন্ত্রণ হারিয়ে বাইকটি সরাসরি ওই ডাম্পারের পেছনে ধাক্কা মারে। মঙ্গলবার সকালে হলদিবাড়ি হাসপাতালে কান্নায় ভেঙে পড়েন মৃতদের পরিবারের সদস্যরা। দেহগুলি ময়নাতদন্তের জন্য মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। ঘাতক ডাম্পারটির খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande