সোদপুরে একটি আবাসন থেকে উদ্ধার দুই মহিলার দেহ
কলকাতা, ২৩ ডিসেম্বর (হি.স.): সোদপুরের একটি আবাসন থেকে দুই মহিলার দেহ উদ্ধার হল। জানা যাচ্ছে, সবিতা দত্ত (৬১) ও কণিকা দত্ত (৫৭) দু''জনে সম্পর্কে বোন। হরিশচন্দ্র দত্ত রোডের একটি আবাসনের এক তলার ফ্ল্যাটে একসঙ্গে থাকতেন ওই দু''জন। মঙ্গলবার সকালে ঘরের
সোদপুরে একটি আবাসন থেকে উদ্ধার দুই মহিলার দেহ


কলকাতা, ২৩ ডিসেম্বর (হি.স.): সোদপুরের একটি আবাসন থেকে দুই মহিলার দেহ উদ্ধার হল। জানা যাচ্ছে, সবিতা দত্ত (৬১) ও কণিকা দত্ত (৫৭) দু'জনে সম্পর্কে বোন। হরিশচন্দ্র দত্ত রোডের একটি আবাসনের এক তলার ফ্ল্যাটে একসঙ্গে থাকতেন ওই দু'জন। মঙ্গলবার সকালে ঘরের দরজা ভেঙে দু'জনের দেহ উদ্ধার হয়। তাঁরা ছাড়া অন্য কেউ ওই ফ্ল্যাটে তাঁদের সঙ্গে থাকতেন না। জানা যাচ্ছে, আর্থিক ভাবে কোনও সংস্থান ছিল না। অধিকাংশ দিন অনাহারে থাকতেন।

প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, দীর্ঘ দিন অনাহারে থেকেই মৃত্যু হয়েছে দু'জনের। তবে দু'জনে একসঙ্গে কী ভাবে মারা গেলেন, তা খতিয়ে দেখছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে|

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande