
মালদা, ২৩ ডিসেম্বর ( হি. স.) : মঙ্গলবার বিকেলে হঠাৎ করেই মালদা জেলাশাসকের দফতরে হাজির হলেন বিজেপির উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু। তাঁর সঙ্গে ছিলেন মালদা কেন্দ্রের বিধায়ক গোপাল চন্দ্র সাহা। এদিন তাঁরা জেলাশাসক প্রীতি গোয়েলের সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠক শেষে জেলাশাসকের দফতর থেকে বেরিয়ে এসে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সাংসদ খগেন মুর্মু তাঁর আকস্মিক উপস্থিতির কারণ ব্যাখ্যা করেন।সাংসদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই জেলার একাধিক সমস্যার বিষয়ে জেলাশাসকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছিল। বারবার ফোন করা ও মেসেজ পাঠানো সত্ত্বেও জেলাশাসকের পক্ষ থেকে কোনও উত্তর পাওয়া যায়নি, এমনকি ফোনও ধরা হয়নি। সেই কারণেই পূর্বঘোষণা ছাড়াই সরাসরি জেলাশাসকের সঙ্গে দেখা করতে দফতরে আসতে বাধ্য হয়েছেন বলে জানান তিনি।জেলাশাসকের সঙ্গে সাক্ষাতের পর সাংসদ এসআইআর সংক্রান্ত বিষয় নিয়ে গুরুতর অভিযোগ তোলেন। তাঁর দাবি, মালদা জেলার সমস্ত জয়েন্ট বিডিও অবৈধভাবে এসআইআর-এ নাম তোলার ক্ষেত্রে নথিপত্র দিয়ে সহযোগিতা করেছে। বিষয়টি সম্পূর্ণ বেআইনি এবং প্রশাসনের একটি অংশ এর সঙ্গে যুক্ত বলে অভিযোগ করেন তিনি।এই অভিযোগের প্রেক্ষিতে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। যদিও এ বিষয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ঘটনাকে কেন্দ্র করে জেলা রাজনীতিতে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়