আবাসনে বন্ধ জল সরবরাহ, পান্ডবেশ্বরে পাম্প হাউসে তালা ঝুলিয়ে বিক্ষোভ মহিলাদের
দুর্গাপুর, ২৩ ডিসেম্বর (হি. স. ): পান্ডবেশ্বরের ইসিএলের বাঁকোলা এরিয়ার স্টাফ কলোনিতে দীর্ঘদিন ধরে পানীয় জল সরবরাহ বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন আবাসিকরা। সমস্যার প্রতিবাদে মঙ্গলবার সকালে কলোনির পাম্প হাউসে তালা ঝুলিয়ে বিক্ষোভে সামিল হন আবাসিক মহ
আবাসনে বন্ধ জল সরবরাহ, পান্ডবেশ্বরে পাম্প হাউসে তালা ঝুলিয়ে বিক্ষোভ মহিলাদের


দুর্গাপুর, ২৩ ডিসেম্বর (হি. স. ): পান্ডবেশ্বরের ইসিএলের বাঁকোলা এরিয়ার স্টাফ কলোনিতে দীর্ঘদিন ধরে পানীয় জল সরবরাহ বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন আবাসিকরা। সমস্যার প্রতিবাদে মঙ্গলবার সকালে কলোনির পাম্প হাউসে তালা ঝুলিয়ে বিক্ষোভে সামিল হন আবাসিক মহিলাদের একাংশ।

আবাসিকদের অভিযোগ, পাইপলাইনের মাধ্যমে জল সরবরাহ করা হলেও চলতি বছরের মার্চ মাস থেকেই অনিয়মিতভাবে জল আসছিল। গত তিন থেকে চার দিন ধরে জল সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে যায়। ফলে দৈনন্দিন কাজকর্ম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বিষয়টি একাধিকবার কর্তৃপক্ষকে জানানো হলেও কোনও স্থায়ী সমাধান হয়নি বলে অভিযোগ।

বিক্ষোভে অংশ নেওয়া আবাসিক সোমা মুখার্জি ও সংগীতা কুমারী জানান, জল না থাকায় শিশু থেকে শুরু করে বয়স্ক সকলেই সমস্যায় পড়েছেন। বাধ্য হয়েই এদিন তারা পাম্প হাউসে তালা ঝুলিয়ে প্রতিবাদ জানান।

দীর্ঘক্ষণ বিক্ষোভ চলার পর কর্তৃপক্ষ দ্রুত জল সরবরাহ স্বাভাবিক করার আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয় এবং বিক্ষোভ প্রত্যাহার করা

---------------

হিন্দুস্থান সমাচার / জয়দেব লাহা




 

 rajesh pande