
পাঁশকুড়া, ২৩ ডিসেম্বর (হি.স.): বাড়ির সামনে থেকে গাছে বাঁধা অবস্থায় এক যুবকের দেহ উদ্ধার হল। পাঁশকুড়া থানার আমড়াগোয়াল গ্রামের ঘটনা। পুলিশ সূত্রে জানা গেছে, মৃতের নাম আশরাফুল খান (১৮)। সোমবার রাত্রি ২টো নাগাদ তাঁর দেহ দেখতে পান তাঁর মা সৌদা বিবি। বাড়ির লোক ও প্রতিবেশীরা মিলে আশরাফুলের দেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে গিয়ে বাঁচানোর চেষ্টা করেন। পরে পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে আশরাফুলকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক।
পাঁশকুড়া থানায় ছেলেকে খুনের অভিযোগ দায়ের করেছেন তাঁর মা। আশরাফুলের ফোন বাজেয়াপ্ত করে পুলিশ । প্রাথমিক তদন্তে জেনেছে, ঘটনার আগে একাধিক মহিলার সঙ্গে ফোনে কথা বলেছেন যুবক। পুলিশের প্রাথমিক অনুমান, প্রেম ঘটিত কোনও ঘটনা থেকেই খুন হতে পারেন তিনি। দেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ