বোমা দিয়ে ধোলপুর জেলা শাসকের দফতর উড়িয়ে দেওয়ার হুমকি
ধোলপুর, ২৩ ডিসেম্বর (হি.স.) : রাজস্থানের ধোলপুরে জেলা শাসকের দফতর উড়িয়ে দেওয়ার হুমকি ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। মঙ্গলবার সকালে জেলা শাসকের ইমেল আইডিতে বোমা হামলার হুমকি সংক্রান্ত একটি ইমেল আসার পরই সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সম্পূর্ণ চত্বর খালি ক
ধোলপুর জেলা কালেক্টরেট উড়িয়ে দেওয়ার বোমা-হুমকি, প্রশাসনিক দফতর খালি


ধোলপুর, ২৩ ডিসেম্বর (হি.স.) : রাজস্থানের ধোলপুরে জেলা শাসকের দফতর উড়িয়ে দেওয়ার হুমকি ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। মঙ্গলবার সকালে জেলা শাসকের ইমেল আইডিতে বোমা হামলার হুমকি সংক্রান্ত একটি ইমেল আসার পরই সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সম্পূর্ণ চত্বর খালি করে দেওয়া হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, হুমকি পাওয়ার পরই জেলা প্রশাসন ও পুলিশ তৎপর হয়ে ওই চত্বর খালি করে। পাশাপাশি পুলিশ সুপারের কার্যালয়, তথ্য ও জনসংযোগ দফতর, অটল সেবা কেন্দ্র, আইটি সেন্টার ও উপ-জেলা শাসকের অফিসও খালি করা হয়। নিরাপত্তার স্বার্থে ভরতপুর থেকে ডগ স্কোয়াড ও বোমা নিষ্ক্রিয়কারী দল ডেকে তল্লাশি শুরু করা হয়েছে।

পুলিশ সুপার জানান, সকাল সাড়ে ১০টা নাগাদ জেলা শাসকের সরকারি ইমেলে ‘রমেশ’ নামের প্রেরকের তরফে এই হুমকি আসে। ইমেলে দুপুর ১২টার পর যে কোনও সময় দফতর উড়িয়ে দেওয়ার কথা উল্লেখ ছিল। ইমেলটির উৎস ও সত্যতা যাচাই করে দেখা হচ্ছে। পরিস্থিতির উপর প্রশাসনের কড়া নজর রয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande