
সাব্রুম (ত্রিপুরা), ২৩ ডিসেম্বর (হি.স.) : কৃষি ও কৃষক কল্যাণ দফতরের উদ্যোগে ডব্লিউডিসি–পিএমকেএসওয়াই ২.০ প্রকল্পের অধীনে দক্ষিণ ত্রিপুরা জেলা স্তরের জলবিভাজিকা মহোৎসব মঙ্গলবার দক্ষিণ ত্রিপুরা জেলার রূপাইছড়ি কৃষি তত্ত্বাবধায়ক কার্যালয় প্রাঙ্গণে মনোরম পরিবেশে অনুষ্ঠিত হয়।
এই উপলক্ষে কৃষকদের হাতে তুলে দেওয়া হয় ফলজ ও বনজ প্রজাতির বিভিন্ন গাছের চারা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলার উপ-অধিকর্তা (কৃষি) তথা জলবিভাজিকা প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার তরুণ কুমার দাস।
বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, জলবিভাজিকা প্রকল্পের মূল উদ্দেশ্য প্রাকৃতিক জল সংরক্ষণ করে তা কৃষিকাজে ব্যবহারযোগ্য করে তোলা। প্রকল্পের আওতায় পুকুরও চেকড্যাম নির্মাণের মাধ্যমে বৃষ্টির জল সংরক্ষণ করা হচ্ছে, যার ফলে ভবিষ্যতে সেচের জলের সংকট অনেকটাই কমে আসবে। এতে কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে এবং কৃষকদের আর্থিক অবস্থার উন্নতি ঘটবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রূপাইছড়ি কৃষি মহকুমার কৃষি আধিকারিক তথা সেক্টর অফিসার রাজু দেববর্মা সহ দফতরের অন্যান্য আধিকারিক। জল সংরক্ষণ ও পরিবেশ রক্ষার এই উদ্যোগকে ঘিরে কৃষকদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ