কাঞ্চনপুরে জেলা ভিত্তিক মৎস্য উৎসব, আত্মনির্ভর ত্রিপুরা গড়তে গুরুত্বারোপ মন্ত্রী সুধাংশু-এর
কাঞ্চনপুর (ত্রিপুরা), ২৩ ডিসেম্বর (হি.স.) : কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে ত্রিপুরাকে আত্মনির্ভর রাজ্যে পরিণত করার উদ্যোগ জোরদার হয়েছে। সেই লক্ষ্যেই রাজ্যের মৎস্যচাষিদের আধুনিক প্রশিক্ষণ ও সহায়তার মাধ্যমে স্বনির্ভর করা
মন্ত্রী সুধাংশু দাস


কাঞ্চনপুর (ত্রিপুরা), ২৩ ডিসেম্বর (হি.স.) : কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে ত্রিপুরাকে আত্মনির্ভর রাজ্যে পরিণত করার উদ্যোগ জোরদার হয়েছে। সেই লক্ষ্যেই রাজ্যের মৎস্যচাষিদের আধুনিক প্রশিক্ষণ ও সহায়তার মাধ্যমে স্বনির্ভর করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার উত্তর ত্রিপুরা জেলার কাঞ্চনপুর আইএসবিটি মাঠে আয়োজিত হল উত্তর জেলার একদিনের মৎস্য উৎসব।

উৎসবের উদ্বোধন করেন মৎস্য দফতরের মন্ত্রী সুধাংশু দাস। তিনি জানান, রাজ্যের মৎস্যচাষে উৎপাদন বৃদ্ধি ও চাষিদের আধুনিক পদ্ধতি সম্পর্কে সচেতন করতে প্রতিবছর জেলাভিত্তিক মৎস্য উৎসবের আয়োজন করা হয়। কেন্দ্র ও রাজ্যের বিভিন্ন সহায়ক প্রকল্পের বিস্তারিত তুলে ধরে মন্ত্রী আশা প্রকাশ করেন— খুব শীঘ্রই ত্রিপুরা মাছ উৎপাদনে স্বয়ম্ভর হবে।

অনুষ্ঠানে উপস্থিত উত্তর ত্রিপুরা জিলা পরিষদের সভাধিপতি অপর্ণা নাথ মৎস্যচাষে আরও সমৃদ্ধি আনতে চাষিদের এগিয়ে আসার আহ্বান জানান। সভাপতিত্ব করেন লালজুরি বিএসি-এর চেয়ারম্যান অজন্ত চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন মৎস্য দফতরের অধিকর্তা সন্তোষ দাস।

উৎসবে বিভিন্ন দফতরের প্রদর্শনী মণ্ডপ আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। ধর্মনগর, পানিসাগর, কাঞ্চনপুরসহ উত্তর ত্রিপুরার বিভিন্ন এলাকা থেকে মৎস্যচাষিরা তাঁদের উৎপাদিত মাছ নিয়ে অংশ নেন। উপস্থিত ছিলেন এমডিসি শৈলেন্দ্র নাথ, উত্তর জেলা কৃষি স্থায়ী কমিটির চেয়ারপার্সন মামণি রায়, এমডিসি স্বপ্না রাণী দাস, অতিরিক্ত জেলাশাসক এল ডার্লং, সহকারী সভাধিপতি ভবতোষ দাস প্রমুখ।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande