এমজিএনরেগা সংশোধনের প্রতিবাদে বামফ্রন্টের বিক্ষোভ মিছিল ধর্মনগরে
ধর্মনগর (ত্রিপুরা), ২৩ ডিসেম্বর (হি.স.) : উত্তর ত্রিপুরার ধর্মনগরে রেগা আইন থেকে মহাত্মা গান্ধীর নাম বাদ দেওয়ার প্রতিবাদে মঙ্গলবার বামফ্রন্টের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে নেতৃত্ব দেন বামফ্রন্ট নেতা অমিতাভ দত্ত। সাম্প্রতিক অতীতে তাঁর
বামফ্রন্টের মিছিল


ধর্মনগর (ত্রিপুরা), ২৩ ডিসেম্বর (হি.স.) : উত্তর ত্রিপুরার ধর্মনগরে রেগা আইন থেকে মহাত্মা গান্ধীর নাম বাদ দেওয়ার প্রতিবাদে মঙ্গলবার বামফ্রন্টের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে নেতৃত্ব দেন বামফ্রন্ট নেতা অমিতাভ দত্ত। সাম্প্রতিক অতীতে তাঁর উপর হামলার ঘটনার পর এই প্রথম তাঁকে প্রকাশ্যে সক্রিয় ভূমিকায় দেখা গেল।

সকাল থেকেই ধর্মনগর শহরের বিভিন্ন পথ লাল পতাকায় ও স্লোগানে মুখরিত হয়ে ওঠে। বিপুল সংখ্যক বাম কর্মী-সমর্থকের অংশগ্রহণে মিছিলটি শহরের একাধিক গুরুত্বপূর্ণ এলাকা পরিক্রমা করে সিপিআই(এম) কার্যালয়ে এসে শেষ হয়।

বিক্ষোভকারীদের অভিযোগ, রেগা আইন থেকে মহাত্মা গান্ধীর নাম অপসারণ করে সরকার মূল আইনটির ভাবনা ও গণমুখী উদ্দেশ্যকে ক্ষুণ্ন করছে। এদিন মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে অমিতাভ দত্ত কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, “মহাত্মা গান্ধীর আদর্শকে মুছে ফেলার এই চক্রান্ত কোনওভাবেই মেনে নেওয়া হবে না। শ্রমজীবী মানুষের অধিকার রক্ষায় আন্দোলন আরও বেগবান হবে।”

বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে মোতায়েন ছিল পর্যাপ্ত পুলিশ ও নিরাপত্তা বাহিনী। তবে কোথাও কোনও অশান্তির ঘটনা ঘটেনি। শান্তিপূর্ণভাবেই কর্মসূচি শেষ হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন প্রশাসনিক মহল। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এই বিক্ষোভের মধ্য দিয়ে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের ইঙ্গিত দিল বামফ্রন্ট।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande