
আগরতলা, ২৩ ডিসেম্বর (হি.স.) : টিটিএএডিসি-এর উন্নয়ন ইস্যুতে তিপ্রা মথা ও বিজেপি-এর “তালবাহানা” নিয়ে ক্ষোভ উগরে দিলেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। তাঁর দাবি— বিগত সাড়ে চার বছরে টিটিএএডিসি-এর উন্নয়ন থমকে দাঁড়িয়েছে, আর টিটিএএডিসি এলাকার জনগণ এবার ভোটেই এর জবাব দেবেন।
মঙ্গলবার রাজধানী আগরতলায় দশরথ দেব সংস্কৃতি ভবনে অনুষ্ঠিত হয় ত্রিপুরা রাজ্য উপজাতি গণমুক্তি পরিষদের সদর মহকুমার সম্মেলন। শহিদ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ এবং দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে শুরু হওয়া এই সম্মেলনে উপস্থিত ছিলেন সিপিআই(এম) রাজ্য সম্পাদক তথা বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী, প্রাক্তন মন্ত্রী প্রণব দেববর্মা সহ অন্যান্য নেতৃত্বরা।
সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে জিতেন্দ্র চৌধুরী বলেন, “সাড়ে চার বছর ধরে টিটিএএডিসি-এর ক্ষমতায় রয়েছে তিপ্রা মথা, আবার তারাই রাজ্যের সরকারে শরিক। কিন্তু এই সময়ে টিটিএএডিসি এলাকাকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে তা মানুষ ভাল করেই জানেন।” তাঁর দাবি, পাহাড়ে ভোটযুদ্ধের সময় বিজেপি তিপ্রা মথা-এর স্বপ্ন বাস্তবায়িত না হওয়ার বাস্তবতা সামনে আসবে।
তিনি আরও জানান, টিটিএএডিসি এলাকার উন্নয়নে বামফ্রন্টের অবদানই সবচেয়ে বেশি, কারণ চার দশকের বেশি সময়ের টিটিএএডিসি প্রশাসনে ২০ বছরেরও বেশি সময় ক্ষমতায় ছিল বামফ্রন্ট সরকার। যেটুকু উন্নয়ন হয়েছে, তার সবটাই বামের আমলেই হয়েছে বলে দাবি করেন তিনি।
আসন্ন টিটিএএডিসি নির্বাচনে “বর্তমান লুটের রাজত্বের অবসান ঘটাতে” সিপিআই(এম) সর্বশক্তি নিয়ে লড়াইয়ে নামবে বলেও জানান বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ