
আগরতলা, ২৩ ডিসেম্বর (হি.স.) : পশ্চিম ত্রিপুরা জেলার মোহনপুর মহকুমার দেবেন্দ্রচন্দ্র নগরে ডাম্পিং গ্রাউন্ড ও সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্ল্যান্টের কার্যক্ষমতা পর্যালোচনা করলেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। মঙ্গলবার সকালে পরিদর্শনকালে তিনি বর্জ্য ব্যবস্থাপনার বিভিন্ন ইউনিট ঘুরে দেখেন এবং চলমান প্রকল্পগুলির অগ্রগতি সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন।
রাজ্যপাল সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বর্জ্য প্রক্রিয়াকরণ ক্ষমতা আরও বাড়ানোর পাশাপাশি আধুনিক প্রযুক্তি ব্যবহারের উপর জোর দেওয়ার পরামর্শ দেন। এদিন তিনি কমন বায়োমেডিক্যাল ওয়েস্ট ম্যানেজমেন্ট প্ল্যান্টও পরিদর্শন করেন। প্রকল্পের প্রধান সুজয় কর চিকিৎসা-বর্জ্য কীভাবে বৈজ্ঞানিক পদ্ধতিতে ব্যবস্থাপনা করা হচ্ছে, সে বিষয়ে রাজ্যপালকে অবহিত করেন।
দু'টি প্রকল্পই ক্রমশ উন্নতি করছে উল্লেখ করে রাজ্যপাল বলেন, বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে কেন্দ্রীয় সরকার অত্যন্ত সতর্ক এবং পরিকাঠামো উন্নয়নে প্রয়োজনীয় সহায়তা প্রদান করছে। আরও কার্যকর ব্যবস্থাপনার স্বার্থে তিনি সংশ্লিষ্ট আধিকারিকদের একাধিক দিকনির্দেশ দেন। প্রসঙ্গত, রাজ্যপালের এই সফরে আগরতলা পুর নিগমের কমিশনার দিলীপ কুমার চাকমা-সহ বিভিন্ন পদস্থ আধিকারিক উপস্থিত ছিলেন।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ