ঝাড়গ্রামে স্কুলে বসানো হল উচ্চ ক্ষমতাসম্পন্ন টেলিস্কোপ, বিজ্ঞানচর্চায় উৎসাহ পড়ুয়াদের
ঝাড়গ্রাম, ২৪ ডিসেম্বর (হি. স) : ঝাড়গ্রাম জেলার বেলিয়াবেড়া থানার অন্তর্গত শ্রীশ্রী রামকৃষ্ণ বিদ্যামন্দির (উচ্চ মাধ্যমিক)-এ বুধবার স্থাপন করা হল একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন টেলিস্কোপ। বিদ্যালয় চত্বরে এই অভিনব উদ্যোগ ঘিরে পড়ুয়াদের মধ্যে দেখা যায়
ঝাড়গ্রামে স্কুলে বসানো হল উচ্চ ক্ষমতাসম্পন্ন টেলিস্কোপ, বিজ্ঞানচর্চায় উৎসাহ পড়ুয়াদের


ঝাড়গ্রাম, ২৪ ডিসেম্বর (হি. স) : ঝাড়গ্রাম জেলার বেলিয়াবেড়া থানার অন্তর্গত শ্রীশ্রী রামকৃষ্ণ বিদ্যামন্দির (উচ্চ মাধ্যমিক)-এ বুধবার স্থাপন করা হল একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন টেলিস্কোপ। বিদ্যালয় চত্বরে এই অভিনব উদ্যোগ ঘিরে পড়ুয়াদের মধ্যে দেখা যায় প্রবল উৎসাহ ও কৌতূহল।

এই টেলিস্কোপের মাধ্যমে পড়ুয়ারা দিনে সূর্যের বিভিন্ন রূপ, সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণ পর্যবেক্ষণ করতে পারবে। পাশাপাশি রাতের আকাশে চাঁদ, বিভিন্ন গ্রহ, নক্ষত্র ও ছায়াপথ সরাসরি দেখার সুযোগও মিলবে। প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীদের হাতে এমন আধুনিক বৈজ্ঞানিক সরঞ্জাম পৌঁছনোয় বিজ্ঞানচর্চার আগ্রহ আরও বেড়েছে।

বিদ্যালয়ে পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত মোট প্রায় ৪০০ জন ছাত্রছাত্রী পড়াশোনা করে, যার প্রায় ৯০ শতাংশই তপশিলি জনজাতিভুক্ত। সরকারি ল্যাব গ্রান্ট বাবদ প্রাপ্ত ৬০ হাজার টাকার মধ্যে ৩০ হাজার টাকা ব্যয় করে এই উন্নত মানের টেলিস্কোপটি কেনা হয়েছে বলে জানিয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ।

মঙ্গলবার বিদ্যালয় মাঠে পড়ুয়াদের নিয়ে সূর্য পর্যবেক্ষণের ব্যবস্থা করা হয়। আগামী দিনে রাতের বেলায় অভিভাবকদের উপস্থিতিতে বিদ্যালয়ের তিনতলা ছাদে টেলিস্কোপ স্থাপন করে মহাকাশ পর্যবেক্ষণের পরিকল্পনাও নেওয়া হয়েছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপনকুমার দে বলেন,

“আমাদের বিদ্যালয়ের অধিকাংশ পড়ুয়া প্রান্তিক পরিবারের। পাঠ্যবইয়ের বাইরে গিয়ে বাস্তবে গ্রহ-নক্ষত্র দেখার সুযোগ তাদের বিজ্ঞানমনস্কতা বাড়াবে। সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণ নিয়ে সমাজে প্রচলিত কুসংস্কার দূর করতেও এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।”

এই উদ্যোগ পড়ুয়াদের মধ্যে মহাকাশ ও বিজ্ঞানের প্রতি আগ্রহ আরও বাড়াবে বলে মনে করছেন শিক্ষক ও অভিভাবকরা।

---------------

হিন্দুস্থান সমাচার / গোপেশ মাহাতো




 

 rajesh pande