
মুর্শিদাবাদ, ২৪ ডিসেম্বর (হি.স.): মুর্শিদাবাদের সুতিতে সাত সকালেই মর্মান্তিক পথ দুর্ঘটনা| এই দুর্ঘটনায় মৃত্যু হল রাহুল সিংহ (২২) নামে এক যুবকের। তাঁর বাড়ি সুতির বামুহা গ্রামে। গুরুতর জখম তাঁর সঙ্গী সুমন দাস। দু'জনেই কিছুদিন ধরে ১২ নম্বর জাতীয় সড়কে রোজ সকালে দৌড়তেন। বুধবার দৌড়নোর সময়েই মুরালীপুকুর গ্রামের কাছে পিছন থেকে দ্রুতগতিতে আসা একটি ট্রাক ধাক্কা মারে তাঁদের। গুরুতর জখম অবস্থায় তাঁদের জঙ্গিপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রাহুলকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। সুমনের অবস্থা আশঙ্কাজনক| তাঁকে বহরমপুর মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়েছে।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ