
বাঁকুড়া, ২৪ ডিসেম্বর (হি.স.): দুর্ঘটনায় প্রাণ গেল এক জনের। গুরুতর আহত হয়েছেন তাঁর বন্ধুও। মঙ্গলবার রাতে দুর্ঘটনাটি ঘটে বাঁকুড়ার রাইপুর থানার বক্সী বাজার সংলগ্ন দাসবাঁধ এলাকায়। বাঁকুড়ার রাইপুর ব্লকের পচামি গ্রামের বাসিন্দা জয়ন্ত পাত্র তামিলনাডুতে পরিযায়ী শ্রমিক হিসাবে কাজ করতেন। প্রাক্তনী হিসাবে স্থানীয় বক্সী সাধু রামচাঁদ মুর্মু স্মৃতি বিদ্যাপীঠের রজত জয়ন্তী উৎসবে যোগ দিতে বাড়ি ফিরেছিলেন তিনি। মঙ্গলবার সন্ধ্যায় অনুষ্ঠান দেখতে বাইকে চড়ে এক বন্ধুকে সঙ্গে নিয়ে ওই স্কুলে যান তিনি। ফেরার পথে দাসবাঁধ এলাকায় বেপরোয়া গতিতে থাকা একটি মারুতি তাঁদের বাইকে ধাক্কা দিলে ঘটনাস্থলে ছিটকে পড়েন দুই বন্ধু। আহতদের দুজনকে উদ্ধার করে স্থানীয় রাইপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা জয়ন্ত পাত্রকে মৃত বলে ঘোষণা করেন।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ