
নয়াদিল্লি, ২৪ ডিসেম্বর (হি.স.) : দিল্লি মেট্রোর ‘ফেজ–৫এ’ প্রকল্পে কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদনকে স্বাগত জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানালেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। তিনি বলেন, প্রধানমন্ত্রীর দূরদর্শী ও দৃঢ় নেতৃত্বে এই সিদ্ধান্ত আধুনিক ও উন্নত দিল্লি গঠনের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
বুধবার সমাজ মাধ্যম ‘এক্স’-এ দেওয়া এক বার্তায় মুখ্যমন্ত্রী জানান, প্রায় ১২,০১৫ কোটি টাকা ব্যয়ে ১৬ কিলোমিটার দীর্ঘ এই মেট্রো সম্প্রসারণ প্রকল্প বাস্তবায়িত হলে দিল্লি মেট্রো নেটওয়ার্ক ৪০০ কিলোমিটারের গুরুত্বপূর্ণ মাইলফলক অতিক্রম করবে। এর ফলে রাজধানীর শহুরে যোগাযোগ ব্যবস্থা আরও শক্তিশালী হবে।
তিনি আরও বলেন, ১৩টি নতুন অত্যাধুনিক স্টেশন নিয়ে এই সম্প্রসারণ প্রকল্প সড়ক যানজট কমাতে, যাত্রীদের যাত্রাসময় হ্রাস করতে এবং পরিবেশ সংরক্ষণ ও দূষণ নিয়ন্ত্রণে উল্লেখযোগ্য ভূমিকা নেবে। এই প্রকল্প দিল্লিবাসীর জীবনযাত্রার মান উন্নয়নে সহায়ক হবে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য