সঙ্গীত শিল্পী দ্বিজেন মুখোপাধ্যায়ের প্রয়াণ দিবসে শ্রদ্ধা মুখ্যমন্ত্রীর
কলকাতা, ২৪ ডিসেম্বর (হি. স.) : বিশিষ্ট সঙ্গীত শিল্পী দ্বিজেন মুখোপাধ্যায়ের প্রয়াণ দিবসে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার সোশ্যাল মিডিয়া মারফৎ এক্স হ্যান্ডেলে এক বার্তায় তিনি লিখেছেন যে, - বাংলা সঙ্গীত জগতের নক্ষত্র দ্
সঙ্গীত শিল্পী দ্বিজেন মুখোপাধ্যায়ের প্রয়াণ দিবসে শ্রদ্ধা মুখ্যমন্ত্রীর


কলকাতা, ২৪ ডিসেম্বর (হি. স.) : বিশিষ্ট সঙ্গীত শিল্পী দ্বিজেন মুখোপাধ্যায়ের প্রয়াণ দিবসে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার সোশ্যাল মিডিয়া মারফৎ এক্স হ্যান্ডেলে এক বার্তায় তিনি লিখেছেন যে, - বাংলা সঙ্গীত জগতের নক্ষত্র দ্বিজেন মুখোপাধ্যায়ের প্রয়াণ দিবসে তাঁকে জানাই আমার সশ্রদ্ধ প্রণাম। আমার বিশেষ সৌভাগ্য আমি তাঁর স্নেহধন্য ছিলাম। তাঁর গাওয়া রবীন্দ্র সঙ্গীত ও আধুনিক গান বাংলা তথা ভারতীয় সঙ্গীতের অসাধারণ সম্পদ। মহালয়ার ভোরে তাঁর গাওয়া - জাগো দুর্গা বাংলার চিরন্তন সম্পদ। এটা আমাদের জন্য গর্বের যে আমাদের সরকার দ্বিজেন মুখোপাধ্যায়কে ২০১১ সালে বঙ্গবিভূষণ ও ২০১২ সালে সঙ্গীত মহাসম্মান - এ ভূষিত করেছে।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande