বৃহস্পতিবার বড়দিন উপলক্ষে জয়পুরের গির্জাগুলিতে বিশেষ প্রার্থনার আয়োজন
জয়পুর, ২৪ ডিসেম্বর (হি.স.) : যিশু খ্রিস্টের জন্মোৎসব উপলক্ষে বৃহস্পতিবার বড়দিনকে সামনে রেখে জয়পুরের বিভিন্ন গির্জা ও খ্রিস্টান অধ্যুষিত এলাকাগুলি আলো, ক্রিসমাস ট্রি ও রঙিন সাজে সেজে উঠেছে। বাজার ও শপিং মলগুলিতেও উৎসবের আমেজ স্পষ্ট। বুধবার রাতে
বৃহস্পতিবার বড়দিন উপলক্ষে জয়পুরের গির্জাগুলিতে বিশেষ প্রার্থনার আয়োজন


জয়পুর, ২৪ ডিসেম্বর (হি.স.) : যিশু খ্রিস্টের জন্মোৎসব উপলক্ষে বৃহস্পতিবার বড়দিনকে সামনে রেখে জয়পুরের বিভিন্ন গির্জা ও খ্রিস্টান অধ্যুষিত এলাকাগুলি আলো, ক্রিসমাস ট্রি ও রঙিন সাজে সেজে উঠেছে। বাজার ও শপিং মলগুলিতেও উৎসবের আমেজ স্পষ্ট।

বুধবার রাতে শহরের একাধিক গির্জায় মধ্যরাতের প্রার্থনা হয়। প্রার্থনা সভায় বাইবেল পাঠ, ক্যারল সিঙ্গিং ও ভক্তিগীতির মাধ্যমে যিশুর জন্মের পবিত্র বার্তা তুলে ধরা হয়। পাস্টররা তাঁদের বক্তব্যে প্রেম, করুণা, ক্ষমা ও মানবসেবার আদর্শের কথা বলেন। যিশুর জন্মদৃশ্যের ঝাঁকি ও ক্যান্ডেল লাইট সার্ভিসে শান্তি ও আলোর বার্তা দেওয়া হয়।

বড়দিন উপলক্ষে সেন্ট্রাল মেথডিস্ট চার্চ, অল সেন্টস চার্চ, সেন্ট জেভিয়ার্স চার্চ, হোলি রিডিমার চার্চ, এলএলজেএম চার্চ ও নিউ ইন্ডিয়া চার্চ অব গড-সহ জয়পুরের বিভিন্ন গির্জায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল থেকেই শহরের সব গির্জায় বিশেষ প্রার্থনা সভা, বাইবেল পাঠ, উপদেশ ও শিশুদের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande