নজরুল মঞ্চে নির্বাচন কমিশনের মাইক্রো অবজারভারদের প্রশিক্ষণ, ভোটার তালিকা ত্রুটিমুক্ত রাখতেই কড়া নজর
কলকাতা, ২৪ ডিসেম্বর ( হি. স.) : বুধবার ভোটার তালিকা ত্রুটিমুক্ত রাখতে মাইক্রো অবজারভারদের প্রশিক্ষণের উদ্যোগ নিল নির্বাচন কমিশন। মুর্শিদাবাদ, মালদা, জলপাইগুড়ি, দক্ষিণ ও উত্তর দিনাজপুর, বাঁকুড়া, বীরভূম, নদিয়া, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পর
প্রশিক্ষণ


কলকাতা, ২৪ ডিসেম্বর ( হি. স.) : বুধবার ভোটার তালিকা ত্রুটিমুক্ত রাখতে মাইক্রো অবজারভারদের প্রশিক্ষণের উদ্যোগ নিল নির্বাচন কমিশন। মুর্শিদাবাদ, মালদা, জলপাইগুড়ি, দক্ষিণ ও উত্তর দিনাজপুর, বাঁকুড়া, বীরভূম, নদিয়া, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, দক্ষিণ ও উত্তর কলকাতা, পূর্ব ও পশ্চিম বর্ধমান—এই সব জেলার দায়িত্বে থাকা মাইক্রো অবজারভারদের জন্য বিশেষ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে কলকাতার নজরুল মঞ্চে।এই প্রশিক্ষণ দুটি পর্বে অনুষ্ঠিত হবে। প্রথম পর্ব সকাল ১০টা ৩০ মিনিট থেকে বেলা ১২টা ৩০ মিনিট পর্যন্ত এবং দ্বিতীয় পর্ব বেলা ২টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত চলবে। নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, প্রায় ৩৫০০ মাইক্রো অবজারভার সক্রিয়ভাবে কাজ করবেন। পাশাপাশি আরও এক হাজার জনকে রিজার্ভ রাখা হয়েছে। সব মিলিয়ে মোট ৪৫০০ জন মাইক্রো অবজারভার নিয়োজিত থাকবেন।মেট্রো রেল, দক্ষিণ-পূর্ব রেল, জীবনবিমা নিগম, কোল ইন্ডিয়া, ডিভিসি, শুল্ক দফতর-সহ বিভিন্ন কেন্দ্রীয় সরকারি দপ্তর থেকে আধিকারিকদের মাইক্রো অবজারভার হিসেবে নেওয়া হয়েছে। তাঁদের মূল দায়িত্ব থাকবে ভোটার তালিকার প্রতিটি ধাপে নজরদারি চালানো।বিএলও-দের ডিজিটাল এনুমারেশন ফর্মের সমস্ত নথি যাচাই, শুনানি প্রক্রিয়ায় উপস্থিত থাকা, নাম সংযোজন, বাদ দেওয়া ও সংশোধনের ফর্ম খতিয়ে দেখার কাজ করবেন মাইক্রো অবজারভাররা। নির্বাচন কমিশনের লক্ষ্য, স্বচ্ছ ও নির্ভুল ভোটার তালিকা নিশ্চিত করা।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande