
বাঁকুড়া, ২৪ ডিসেম্বর (হি.স.) : নতুন অঞ্চল সভাপতির নাম ঘোষণার পরই ফের প্রকাশ্যে এল তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী কোন্দল। বাঁকুড়ার গঙ্গাজলঘাটি ব্লকের লছমনপুর অঞ্চলে এই ঘটনায় জেলা নেতৃত্বের অস্বস্তি আরও বেড়েছে, বিশেষত বিধানসভা ২০২৬ নির্বাচনের আগে।
বুধবার দলীয় সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি সাংগঠনিক রদবদলের অংশ হিসেবে লছমনপুর অঞ্চলে সভাপতি পদ থেকে দিলীপ মণ্ডলকে সরিয়ে ওই গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান সভাকর মণ্ডলকে নতুন অঞ্চল সভাপতি করা হয়। এই সিদ্ধান্ত প্রকাশ্যে আসতেই দলেরই একাংশ কর্মী ক্ষোভে ফেটে পড়েন।
বিক্ষুব্ধ কর্মীদের অভিযোগ, অর্থের বিনিময়ে অঞ্চল সভাপতি পদ ‘বিক্রি’ করা হয়েছে। তাঁদের দাবি, পঞ্চায়েত প্রধান থাকাকালীন সভাকর মণ্ডল তৎকালীন অঞ্চল সভাপতির সঙ্গে যোগসাজশ করে একাধিক দুর্নীতিতে যুক্ত ছিলেন এবং দলের নিচুতলার কর্মীদের কোনও সম্মান দিতেন না। অবিলম্বে নতুন সভাপতি বদলের দাবি তুলে বেলাপাড়া গ্রামে বিক্ষোভ দেখান তাঁরা। পাশাপাশি, দাবি মানা না হলে রাজ্য নেতৃত্বের দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারিও দেন।
যদিও সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছেন নবনিযুক্ত অঞ্চল সভাপতি সভাকর মণ্ডল। তাঁর দাবি, ব্যক্তিগত স্বার্থ ক্ষুণ্ণ হওয়ার কারণেই দলের একাংশ এই বিক্ষোভে নেমেছে।
এদিকে বিষয়টি নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিরোধী শিবির। বিজেপি বিধায়ক চন্দনা বাউরীর বক্তব্য, তৃণমূলের এই অন্দরের কোন্দল আসলে দুর্নীতির টাকার ভাগবাটোয়ারা নিয়েই। ক্ষমতায় থাকলেই তারা দুর্নীতিতে জড়িয়ে পড়ে, আর সেই দ্বন্দ্বই এখন প্রকাশ্যে এসেছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সোমনাথ বরাট