বিশালগড়ে গাঁজা বিরোধী অভিযানে ধ্বংস ৩০ হাজারের বেশি গাছ — উদ্ধার ২৭ কেজি শুকনো গাঁজা
বিশালগড় (ত্রিপুরা), ২৪ ডিসেম্বর (হি.স.) : সিপাহীজলা জেলার বিশালগড় থানার উদ্যোগে নেহালচন্দ্রনগর এলাকার কানু নমঃ দাস পাড়ায় বুধবার সকালে পরিচালিত হল গাঁজা-বিরোধী অভিযান। থানার পুলিশ, বিশালগড়ের ডিসিএম ও টিএসআর বাহিনীর যৌথ উদ্যোগে অভিযান চালিয়ে এল
গাঁজা উদ্ধার


বিশালগড় (ত্রিপুরা), ২৪ ডিসেম্বর (হি.স.) : সিপাহীজলা জেলার বিশালগড় থানার উদ্যোগে নেহালচন্দ্রনগর এলাকার কানু নমঃ দাস পাড়ায় বুধবার সকালে পরিচালিত হল গাঁজা-বিরোধী অভিযান। থানার পুলিশ, বিশালগড়ের ডিসিএম ও টিএসআর বাহিনীর যৌথ উদ্যোগে অভিযান চালিয়ে এলাকায় একাধিক গাঁজা বাগান ধ্বংস করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, সুমন বিশ্বাসের নিজস্ব জমিতে প্রচুর পরিমাণে গাঁজা চাষের খবর পেয়ে পুলিশ সেখানে হানা দেয়। তাঁর ঘর থেকে উদ্ধার করা হয় ১৬ কেজির বেশি শুকনো গাঁজা। পাশাপাশি একই এলাকার প্রসেনজিৎ বিশ্বাসের ঘর থেকে উদ্ধার হয় আরও ১১ কেজি গাঁজা। সমরজিৎ বিশ্বাসের ঘর থেকেও শুকনো গাঁজা উদ্ধার করা হয়েছে। অভিযানে তাঁদের বাড়ি থেকে গাঁজা চাষে ব্যবহৃত দুটি মোটর পাম্পও জব্দ করা হয়।

এ সময় বিশালগড় মহকুমা পুলিশ আধিকারিক ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকৃত সব গাঁজা ওজন করান। মোট ২৭ কেজি শুকনো গাঁজা উদ্ধার হওয়ার পাশাপাশি এলাকায় চাষ করা ৩০ হাজারেরও বেশি গাঁজা গাছ ধ্বংস করা হয়েছে বলে পুলিশ জানায়।

মহকুমা পুলিশ আধিকারিক জানান, “বিশালগড় মহকুমায় কেউ গাঁজা চাষ বা ব্যবসার সঙ্গে জড়িত থাকলে তাকে কোনভাবেই ছাড়া হবে না। নেশার কবলে পড়ে যুবসমাজ ধ্বংস হচ্ছে—এখনই সেই পথ থেকে সরে আসতে হবে।”

বিশালগড় থানার ওসি বিজয় দাস জানান, ঘটনার সঙ্গে জড়িত সুমন বিশ্বাস, সমরজিৎ বিশ্বাস ও প্রসেনজিৎ বিশ্বাসের বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা রুজু করা হয়েছে। খুব শীঘ্রই তাঁদের গ্রেফতার করা হবে বলে তিনি জানান।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande