
শিমলা, ২৪ ডিসেম্বর (হি.স.) : হিমাচল প্রদেশে শুষ্ক আবহাওয়ার মধ্যেই শীতের তীব্রতা বেড়েছে। তাপমাত্রা শূন্যের নীচে নেমে তীব্র শীত পড়ছে, অন্যদিকে ঘন কুয়াশার জেরে জনজীবন ব্যাহত হচ্ছে।
বুধবার আবহাওয়া দফতর আগামী চার দিনের জন্য রাজ্যের সাতটি জেলায় ঘন কুয়াশার সতর্কতা জারি করেছে। উনা, বিলাসপুর, হামিরপুর, কাংড়া, মান্ডি সহ একাধিক জেলায় ২৮ ডিসেম্বর পর্যন্ত কমলা-হলুদ সতর্কতা কার্যকর থাকবে।
পূর্বাভাস অনুযায়ী, ২৮ ও ৩০ ডিসেম্বর রাজ্যের উচ্চ পার্বত্য এলাকায় তুষারপাতের সম্ভাবনা রয়েছে। তবে শিমলা ও মানালিতে আগামী এক সপ্তাহে তুষারপাতের সম্ভাবনা নেই। আবহাওয়া দফতর ঘন কুয়াশার কারণে সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য