উদয়পুরে চলন্ত গাড়িতে আইটি সংস্থার ম্যানেজারকে গণধর্ষণের অভিযোগ, আটক তিন অভিযুক্ত
উদয়পুর, ২৪ ডিসেম্বর (হি.স.) : রাজস্থানের উদয়পুরে একটি বেসরকারি আইটি সংস্থার ম্যানেজারকে চলন্ত গাড়িতে গণধর্ষণের অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগের ভিত্তিতে পুলিশ ওই সংস্থার সিইও, এক মহিলা এক্সিকিউটিভ হেড ও তাঁর স্বামী। এই তিনজনকে আটক করে তদন্ত শুরু
উদয়পুরে চলন্ত গাড়িতে আইটি সংস্থার ম্যানেজারকে গণধর্ষণের অভিযোগ, আটক তিন অভিযুক্ত


উদয়পুর, ২৪ ডিসেম্বর (হি.স.) : রাজস্থানের উদয়পুরে একটি বেসরকারি আইটি সংস্থার ম্যানেজারকে চলন্ত গাড়িতে গণধর্ষণের অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগের ভিত্তিতে পুলিশ ওই সংস্থার সিইও, এক মহিলা এক্সিকিউটিভ হেড ও তাঁর স্বামী। এই তিনজনকে আটক করে তদন্ত শুরু করেছে। ঘটনাটি সুখের থানার আওতাধীন এলাকায় ঘটেছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

এক পুলিশ আধিকারিক জানায়, নির্যাতিতা ওই সংস্থায় ম্যানেজার পদে কর্মরত। তাঁর অভিযোগ, ২০ ডিসেম্বর একটি হোটেলে সংস্থার সিইও-র জন্মদিন ও নববর্ষ উপলক্ষে পার্টির আয়োজন করা হয়। গভীর রাত পর্যন্ত চলা ওই অনুষ্ঠানে অতিরিক্ত মদ্যপানের পর তিনি অসুস্থ হয়ে পড়েন। অভিযোগ, এরপর তাঁকে বাড়ি পৌঁছে দেওয়ার নাম করে নিজের গাড়িতে তোলা হয়।

নির্যাতিতার অভিযোগ অনুযায়ী, গাড়িতে ছিলেন সিইও, মহিলা এক্সিকিউটিভ হেড ও তাঁর স্বামী। পথে একটি দোকান থেকে একটি সন্দেহজনক পদার্থ সেবন করানো হলে তিনি অচেতন হয়ে পড়েন। জ্ঞান ফেরার পর তিনি শারীরিক নির্যাতনের শিকার হওয়ার কথা জানতে পারেন। ভোরে তাঁকে বাড়িতে নামিয়ে দেওয়া হয় বলে অভিযোগ।

পরবর্তীতে নির্যাতিতা থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ সূত্রে জানা গেছে, তাঁর চিকিৎসা পরীক্ষা সম্পন্ন হয়েছে এবং ঘটনার তদন্তভার মহিলা অপরাধ শাখার অতিরিক্ত পুলিশ সুপারের হাতে ন্যস্ত করা হয়েছে। বুধবার জেলার পুলিশ সুপার জানিয়েছেন, তিন অভিযুক্তকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে এবং তদন্তের স্বার্থে সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande