
বাঁকুড়া, ২৪ ডিসেম্বর (হি. স.) : বাংলাদেশে হিন্দু যুবক দীপু দাসকে নৃশংসভাবে হত্যার অভিযোগ ও সে দেশে হিন্দু নির্যাতনের প্রতিবাদে বুধবার বাঁকুড়া শহরে বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়। বিশ্ব হিন্দু পরিষদ, বজরং দল-সহ একাধিক হিন্দু সংগঠনের উদ্যোগে এই বিক্ষোভে শতাধিক কর্মী অংশ নেন।
কলেজ মোড় থেকে একটি মিছিল শুরু হয়ে মাচানতলা মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে একটি বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে উপস্থিত ছিলেন বাঁকুড়া সদর কেন্দ্রের বিধায়ক নিলাদ্রি দানা এবং বাঁকুড়া পৌরসভার কাউন্সিলর অনন্যা চক্রবর্তী।
বিক্ষোভকারীরা বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর নির্যাতন বন্ধের দাবিতে স্লোগান তোলেন এবং বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মহম্মদ ইউনূসের কুশপুত্তলিকা দাহ করেন।
সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে বিশ্ব হিন্দু পরিষদের কার্যকর্তা রনধীর মুখোপাধ্যায় অভিযোগ করেন, সম্প্রতি বাংলাদেশ জুড়ে হিন্দু সম্প্রদায়ের উপর হামলা, মঠ-মন্দির ভাঙচুর, হিন্দু বাড়িঘর লুট এবং নারী নির্যাতনের মতো একাধিক ঘটনা ঘটেছে। এই সমস্ত ঘটনার তীব্র নিন্দা জানিয়ে তিনি আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণের দাবি জানান।
বিক্ষোভকারীদের দাবি, অবিলম্বে বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ করতে হবে।
---------------
হিন্দুস্থান সমাচার / সোমনাথ বরাট