ঘন কুয়াশার জেরে রাঁচি বিমানবন্দরে বাতিল সাতটি বিমান পরিষেবা
রাঁচি, ২৩ ডিসেম্বর (হি. স.) : ঘন কুয়াশা ও দৃশ্যমানতা কমে যাওয়ায় ঝাড়খণ্ডের রাজধানী রাঁচির বিরসা মুন্ডা বিমানবন্দরে বিমান চলাচল ব্যাহত হয়েছে। বুধবার রানওয়েতে দৃশ্যমানতা নিরাপত্তা মানের নিচে নেমে যাওয়ায় মোট সাতটি বিমান পরিষেবা বাতিল করা
ঘন কুয়াশার জেরে রাঁচি বিমানবন্দরে বাতিল সাতটি বিমান পরিষেবা


রাঁচি, ২৩ ডিসেম্বর (হি. স.) : ঘন কুয়াশা ও দৃশ্যমানতা

কমে যাওয়ায় ঝাড়খণ্ডের রাজধানী রাঁচির বিরসা মুন্ডা বিমানবন্দরে বিমান চলাচল ব্যাহত হয়েছে। বুধবার

রানওয়েতে দৃশ্যমানতা নিরাপত্তা মানের নিচে নেমে যাওয়ায় মোট সাতটি বিমান পরিষেবা বাতিল করা হয় এবং একাধিক বিমান নির্ধারিত সময়ের তুলনায় দেরিতে চলাচল করে।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, কলকাতা, দিল্লি, মুম্বই ও বেঙ্গালুরু-সহ বিভিন্ন শহরের সঙ্গে রাঁচির বিমান পরিষেবা কুয়াশার প্রভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। কলকাতা–রাঁচি, দিল্লি–রাঁচি, মুম্বই–রাঁচি এবং বেঙ্গালুরু–রাঁচি রুটের একাধিক ইন্ডিগো ও এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বিমান বাতিল করা হয়।

এছাড়াও কয়েকটি বিমান নির্ধারিত সময়ের তুলনায় দুই ঘণ্টা পর্যন্ত দেরিতে রাঁচি পৌঁছয় বা ছাড়ে। এর ফলে বিমানবন্দরে যাত্রীদের দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয় এবং ভোগান্তি বাড়ে।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ভোরের দিকে রানওয়েতে দৃশ্যমানতা অত্যন্ত কম থাকায় নিরাপত্তার স্বার্থে বিমান ওঠানামা সাময়িকভাবে বন্ধ রাখা হয়। পরিস্থিতি স্বাভাবিক হলে পরিষেবা ধীরে ধীরে চালু করা হয়।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক দিন ঝাড়খণ্ডের বিভিন্ন জেলায় ঘন কুয়াশার প্রভাব অব্যাহত থাকতে পারে, ফলে বিমান ও অন্যান্য পরিবহণ পরিষেবায় সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande