আচমকা উৎপাদন বন্ধ কাঁকিনাড়া নফর চন্দ্র জুটমিলে, অনিশ্চয়তায় প্রায় তিন হাজার শ্রমিক
ব্যারাকপুর, ২৪ ডিসেম্বর ( হি. স.):ব্যারাকপুর শিল্পাঞ্চলের ভাটপাড়ার কাঁকিনাড়া এলাকার নফর চন্দ্র জুটমিলে আচমকাই উৎপাদন বন্ধ হয়ে যাওয়ায় চরম অনিশ্চয়তায় পড়েছেন প্রায় তিন হাজার শ্রমিক। বুধবার সকাল থেকেই মিলের সমস্ত উৎপাদন কার্যত বন্ধ রয়েছে। মিল
জুট মিল বন্ধ


ব্যারাকপুর, ২৪ ডিসেম্বর ( হি. স.):ব্যারাকপুর শিল্পাঞ্চলের ভাটপাড়ার কাঁকিনাড়া এলাকার নফর চন্দ্র জুটমিলে আচমকাই উৎপাদন বন্ধ হয়ে যাওয়ায় চরম অনিশ্চয়তায় পড়েছেন প্রায় তিন হাজার শ্রমিক। বুধবার সকাল থেকেই মিলের সমস্ত উৎপাদন কার্যত বন্ধ রয়েছে। মিল কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে, পর্যাপ্ত পরিমাণ কাঁচা পাটের জোগান না থাকায় আপাতত উৎপাদন স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।এদিন সকাল থেকে শ্রমিকরা কাজে যোগ দিতে মিল চত্বরে এলেও উৎপাদন বন্ধ থাকার কথা জানার পর অনেকেই ফিরে যান। ফলে মিল চত্বরে চাপা উত্তেজনার সৃষ্টি হয়। শ্রমিকদের অভিযোগ, আগাম কোনও নোটিস না দিয়েই উৎপাদন বন্ধ করে দেওয়া হয়েছে, যার ফলে দৈনিক মজুরিভিত্তিক শ্রমিকরা সবচেয়ে বেশি সমস্যায় পড়ছেন। অনেক শ্রমিকের পরিবার এই আয়ের ওপর সম্পূর্ণভাবে নির্ভরশীল।শ্রমিক সংগঠনগুলির দাবি, দ্রুত কাঁচা পাটের ব্যবস্থা করে মিল চালু না হলে তারা বৃহত্তর আন্দোলনের পথে যেতে বাধ্য হবেন। তাঁদের আশঙ্কা, দীর্ঘদিন উৎপাদন বন্ধ থাকলে ভবিষ্যতে লে-অফ বা ছাঁটাইয়ের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না।অন্যদিকে মিল কর্তৃপক্ষের বক্তব্য, পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে। পাটের জোগান স্বাভাবিক হলেই মিল পুনরায় চালু করা হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে। তবে কবে মিল খুলবে, তা এখনও নিশ্চিত না হওয়ায় শ্রমিকদের মধ্যে উদ্বেগ ক্রমশ বাড়ছে।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande