
মান্ডি, ২৪ ডিসেম্বর (হি.স.): হিমাচল প্রদেশের মান্ডি জেলার বলহ উপত্যকা এলাকায় বুধবার ভোরে চিতাবাঘের হামলায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে এবং গুরুতর আহত আরও ৫ জন। ঘটনায় গোটা এলাকায় আতঙ্ক ছড়ায়।
প্রশাসন সূত্রে জানা গেছে , বুধবার সকালে চিতাবাঘটি বলহ উপত্যকার তিনটি গ্রামে হামলা চালায়। প্রথমে চান্দিয়াল ও ভাদিয়াল গ্রামে চার জনকে আহত করার পর মালওয়ানা গ্রামে এক ব্যক্তির উপর হামলা চালায়। তাতে ওই ব্যক্তি মারা যান।
মৃত ব্যক্তির নাম বলবীর সিং, ভ্যুলির গ্রামের বাসিন্দা। তিনি আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসেছিলেন বলে জানা গিয়েছে। আহতদের মধ্যে রয়েছেন সাহিব সিং, দিনানাথ, চম্পা দেবী, জনিত ও রেখা দেবী। সকলেই মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন।
ঘটনার পর স্থানীয় বাসিন্দারা চিতাবাঘটিকে হত্যা করে। পরে বাঘের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
এদিন এসডিএম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মৃতদের পরিবার ও আহতদের প্রশাসনের তরফে তাৎক্ষণিক আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে। মান্ডির ডিসিএফ জানান, বনদফতর ঘটনার পূর্ণ তদন্ত শুরু করেছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য