ডোমজুরে নাবালিকা নির্যাতনের অভিযোগে থানা ঘেরাও বিজেপির, অভিযুক্ত গ্রেফতার ঘিরে উত্তেজনা
হাওড়া, ২৪ ডিসেম্বর ( হি. স.):- বুধবার হাওড়ার ডোমজুরে এক নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়াল ডোমজুর থানার সামনে। ঘটনার প্রতিবাদে বিজেপির পক্ষ থেকে থানা ঘেরাও কর্মসূচি নেওয়া হয়। থানার সামনে বিক্ষোভে শামিল হন বিজেপি
হাওড়া ডোমজুর


হাওড়া, ২৪ ডিসেম্বর ( হি. স.):- বুধবার হাওড়ার ডোমজুরে এক নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়াল ডোমজুর থানার সামনে। ঘটনার প্রতিবাদে বিজেপির পক্ষ থেকে থানা ঘেরাও কর্মসূচি নেওয়া হয়। থানার সামনে বিক্ষোভে শামিল হন বিজেপি কর্মী ও সমর্থকেরা।পুলিশ সূত্রে জানা গেছে, এই ঘটনায় মূল অভিযুক্ত হেমন্ত ঘোরাইকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার তাকে আদালতে নিয়ে যাওয়ার সময় থানার সামনে বিজেপি কর্মীরা জুতো হাতে বিক্ষোভ দেখান। পরিস্থিতি সামাল দিতে পুলিশকে অতিরিক্ত বাহিনী মোতায়েন করতে হয়।বিজেপি নেতা গোবিন্দ হাজরা অভিযোগ করেন, “শাসক দলের নির্দেশেই পুলিশ প্রথমে এই নক্কারজনক ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিল। আমরা চাই অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি হোক, যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের অপরাধ করার সাহস না পায়।” পাশাপাশি বিজেপির পক্ষ থেকে নির্যাতিতা নাবালিকার সুচিকিৎসার দাবিও জানানো হয়।অন্যদিকে তৃণমূল কংগ্রেস এই অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করেছে। তৃণমূলের বক্তঃব্য, ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে, যা প্রশাসনের তৎপরতার প্রমাণ। দাবি, এ ধরনের অপরাধকে তৃণমূল কোনওদিনই প্রশ্রয় দেয় না।এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। প্রশাসনের তরফে জানানো হয়েছে, আইন অনুযায়ী তদন্ত চলছে এবং দোষী প্রমাণিত হলে কঠোর শাস্তি দেওয়া হবে।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande