
মুর্শিদাবাদ, ২৪ ডিসেম্বর ( হি. স.):- বিধানসভা নির্বাচনের দামামা বাজতেই মুর্শিদাবাদ জেলায় রাজনৈতিক সমীকরণ বদলাতে শুরু করেছে। শাসক দল তৃণমূল কংগ্রেসের ছাত্র সংগঠনে বড়সড় ধস নামাল জেলা কংগ্রেস। বুধবার বহরমপুরে জেলা কংগ্রেস কার্যালয়ের সামনে এক যোগদান সভার মাধ্যমে তৃণমূল ছাত্র পরিষদের শতাধিক সদস্য কংগ্রেসে যোগ দেন।এই যোগদান সভায় উপস্থিত ছিলেন কংগ্রেসের সর্বভারতীয় নেতা তথা প্রাক্তন প্রদেশ সভাপতি অধীর চৌধুরী। তাঁর হাত থেকেই নবাগত ছাত্রনেতারা কংগ্রেসের পতাকা তুলে নেন। কংগ্রেস সূত্রে জানা গেছে, বহরমপুর কলেজের তৃণমূল ছাত্র পরিষদের একাধিক গুরুত্বপূর্ণ সদস্যের পাশাপাশি নওদা ও হরিহরপাড়া ব্লকের বিভিন্ন কলেজের শতাধিক ছাত্র এইদিন দলবদল করেন।নবাগত ছাত্রদের অভিযোগ, তৃণমূল ছাত্র পরিষদ বর্তমানে গণতান্ত্রিক ছাত্র রাজনীতির বদলে সন্ত্রাস ও স্বজনপোষণের পথে হাঁটছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে ছাত্র স্বার্থ উপেক্ষিত হচ্ছে বলেও তাঁদের দাবি। কংগ্রেসে যোগ দিয়ে তাঁরা জানান, ছাত্রদের অধিকার ও শিক্ষা ব্যবস্থার উন্নয়নের লক্ষ্যে নতুন করে লড়াই শুরু করতে চান।অধীর চৌধুরী এই যোগদানকে ছাত্র রাজনীতির ক্ষেত্রে “নতুন বার্তা” বলে উল্লেখ করেন। তাঁর দাবি, আগামী বিধানসভা নির্বাচনের আগে এই যোগদান তৃণমূল কংগ্রেসের সংগঠনের ভিত দুর্বল করে দেবে। যদিও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই যোগদান নিয়ে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া পাওয়া যায় নি।
---------------
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়