মালদার হবিবপুর সীমান্তে ফের বাংলাদেশি নাগরিক গ্রেফতার, উদ্বেগে স্থানীয় বাসিন্দারা
মালদা, ২৪ ডিসেম্বর ( হি. স.):- বাংলাদেশের অস্থির পরিস্থিতির মধ্যেই ফের মালদা জেলার হবিবপুর ব্লকের ভারত–বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা থেকে এক বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করল পুলিশ। বুধবার ভোরে হবিবপুর ব্লকের বৈদ্যপুর গ্রাম পঞ্চায়েতের মালুমভিটা সীমান্
গ্রেফতার


মালদা, ২৪ ডিসেম্বর ( হি. স.):- বাংলাদেশের অস্থির পরিস্থিতির মধ্যেই ফের মালদা জেলার হবিবপুর ব্লকের ভারত–বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা থেকে এক বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করল পুলিশ। বুধবার ভোরে হবিবপুর ব্লকের বৈদ্যপুর গ্রাম পঞ্চায়েতের মালুমভিটা সীমান্ত সংলগ্ন এলাকা থেকে ওই যুবককে আটক করা হয়। ধৃতের নাম মোহাম্মদ সুমন (২৭)। পুলিশ সূত্রে জানা গেছে, তিনি বাংলাদেশের নওগাঁ জেলার নিতপুর এলাকার বাসিন্দা।স্থানীয় সূত্রে খবর, সন্দেহজনকভাবে সীমান্ত এলাকায় ঘোরাফেরা করতে দেখে গ্রামবাসীরা পুলিশকে খবর দেয়। এরপর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মোহাম্মদ সুমনকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে বৈধ নথিপত্র দেখাতে না পারায় তাঁকে গ্রেফতার করা হয়। পরে তাঁকে হবিবপুর থানায় নিয়ে যাওয়া হয় এবং আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপের প্রস্তুতি চলছে।উল্লেখযোগ্যভাবে, এর ঠিক একদিন আগেই রবিবার গভীর রাতে হবিবপুরের আর এক সীমান্ত গ্রাম দাল্লা থেকে এক বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করেছিল পুলিশ। মাত্র এক দিনের ব্যবধানে পরপর দু’জন বাংলাদেশি নাগরিক গ্রেফতারের ঘটনায় সীমান্তবর্তী এলাকায় চরম উদ্বেগ ছড়িয়েছে।স্থানীয় বাসিন্দাদের দাবি, সীমান্তে নজরদারি আরও কড়া করা প্রয়োজন। প্রশাসনের তরফে জানানো হয়েছে, বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে এবং সীমান্তে টহল ও নজরদারি বাড়ানো।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande