সফল ইসরোর রকেট উৎক্ষেপণ, শুভেচ্ছা প্রধানমন্ত্রীর
নয়াদিল্লি, ২৪ ডিসেম্বর (হি.স.): বড়দিনের আগে দেশবাসীকে বিশেষ উপহার দিল ইসরো। বুধবার সকালে সফল ভাবে উৎক্ষেপণ করা হল এলভিএম৩ রকেট। এই রকেটের মাধ্যমে আমেরিকার কৃত্রিম উপগ্রহ ব্লুবার্ড-৬-কে লো আর্থ অরবিটে পাঠানো হয়। সফল উৎক্ষেপণের পরে ইসরোকে শুভেচ্ছা জ
সফল ইসরোর রকেট উৎক্ষেপণ


নয়াদিল্লি, ২৪ ডিসেম্বর (হি.স.): বড়দিনের আগে দেশবাসীকে বিশেষ উপহার দিল ইসরো। বুধবার সকালে সফল ভাবে উৎক্ষেপণ করা হল এলভিএম৩ রকেট। এই রকেটের মাধ্যমে আমেরিকার কৃত্রিম উপগ্রহ ব্লুবার্ড-৬-কে লো আর্থ অরবিটে পাঠানো হয়। সফল উৎক্ষেপণের পরে ইসরোকে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি জানান, ভারতের তরুণদের শক্তিতে চালিত হয়ে আমাদের মহাকাশ কর্মসূচি আরও উন্নত ও প্রভাবশালী হয়ে উঠছে। এলভিএম৩-এর নির্ভরযোগ্য ভারী উৎক্ষেপণ ক্ষমতার প্রদর্শনের মাধ্যমে আমরা গগনযানের মতো ভবিষ্যৎ অভিযানগুলোর ভিত্তি মজবুত করছি, বাণিজ্যিক উৎক্ষেপণ পরিষেবা প্রসারিত করছি এবং বৈশ্বিক অংশীদারিত্বকে আরও গভীর করছি। এই বর্ধিত সক্ষমতা এবং আত্মনির্ভরশীলতার অগ্রগতি আগামী প্রজন্মের জন্য শুভ।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande