
কলকাতা, ২৪ ডিসেম্বর ( হি. স.):- কেন্দ্র সরকারের দ্বারা একশো দিনের কাজের প্রকল্পের বকেয়া টাকা আটকে রাখার প্রতিবাদে বুধবার রাজভবন অভিযান কর্মসূচি পালন করল প্রদেশ কংগ্রেস। প্রদেশ কংগ্রেসের আহ্বানে এই কর্মসূচিতে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে কংগ্রেস কর্মী ও সমর্থকেরা অংশ নেন। কংগ্রেসের অভিযোগ, কেন্দ্র সরকার ইচ্ছাকৃতভাবে পশ্চিমবঙ্গের একশো দিনের কাজের টাকা আটকে রেখে গরিব মানুষের রুজি-রোজগারে আঘাত করছে।এদিন কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ করা হয়, একশো দিনের কাজের প্রকল্প থেকে মহাত্মা গান্ধীর নাম মুছে ফেলার চক্রান্তের পাশাপাশি বকেয়া বরাদ্দের দায় এড়িয়ে মোদী সরকার গরিব মানুষের পেটে লাথি মারছে। পাশাপাশি রাজ্য সরকারকেও কাঠগড়ায় তুলে কংগ্রেসের দাবি, একশো দিনের কাজের টাকার পূর্ণ হিসাব প্রকাশ করে অবিলম্বে শ্বেতপত্র প্রকাশ করতে হবে।প্যারাডাইস সিনেমার সামনে জমায়েতের পর কংগ্রেস কর্মীরা মিছিল করে রাজভবনের উদ্দেশে রওনা দেন। রাজভবনের কাছে পৌঁছতেই পুলিশ তাঁদের বাধা দেয়। পুলিশ ও কংগ্রেস কর্মীদের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে একাধিক কংগ্রেস কর্মীকে প্রিজন ভ্যানে তুলে লালবাজারে নিয়ে যাওয়া হয়।এই কর্মসূচিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কুশপুতুল দাহ করা হয়। প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার বলেন, “একশো দিনের কাজের টাকা অবিলম্বে না দিলে আন্দোলন আরও তীব্র হবে।”
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়