
পাথারকান্দি (অসম), ২৪ ডিসেম্বর (হি.স.) : অসংখ্য গুণমুগ্ধকে শোকের সাগরে ভাসিয়ে ইহলোক ত্যাগ করেছেন আকাশবাণী শিলচর এবং শিলচর দূরদর্শনের জনপ্রিয় সংগীত শিল্পী রঞ্জিত পুরকায়স্থ। মৃত্যুকালে বয়স হয়েছিল ৯০। তিনি রেখে গেছেন স্ত্রী, দুই ছেলে, মেয়ে সহ অসংখ্য গুণমুগ্ধদের।
আজ সকাল ১১টা ১৫ মিনিটে হৃদরোগে আক্রান্ত হয়ে পাথারকান্দি থানাধীন মৈনায় নিজের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন অখণ্ডমণ্ডলেশ্বর শ্রীশ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের একনিষ্ঠ অনুসারী রঞ্জিত পুরকায়স্থ। বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন তিনি। অত্যন্ত জনপ্ৰিয় সংগীত শিল্পী রঞ্জিত পুরকায়স্থের মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়লে তাঁর অসংখ্য অনুরাগী ও পরিচিত মহলে শোকের ছায়া নেমে আসে।
একসময় এই শিল্পী বরাক উপত্যকা ছাড়া পাৰ্শ্ববর্তী ত্রিপুরার আকাশবাণী আগরতলা এবং দূরদর্শনে নিয়মিত সংগীত পরিবেশন করতেন। তাছাড়া পরমারাধ্য অখণ্ডমণ্ডলেশ্বর শ্রীশ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব রচিত, সুরারোপিত এবং পরিচালিত অসংখ্য গানে কণ্ঠ দিয়েছেন তিনি। এমন-কি, স্বামী স্বরূপানন্দ প্ৰবৰ্তিত উপাসনায় তাঁর মধুর কণ্ঠে গাওয়া বহু গানের গ্রামাফোন রেকর্ড এবং অডিও ক্যাসেট আছে। টানা ১২ বছর তিনি স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের সান্নিধ্যে ছিলেন।
এছাড়া তাঁর দরাজ কণ্ঠে লোকগীতি, শ্যামাসংগীত, পুরনো দিনের আধুনিক সহ নানা ধরনের গান আজও মানুষকে মনোমুগ্ধ করে।
আজ তাঁর এই মৃত্যু সংবাদ পেয়ে গভীর শোক প্রকাশ করেছে পাথারকান্দির সাংস্কৃতিক সংগঠন চতুরঙ্গ ছাড়াও গোটা বরাক উপত্যকার সাংস্কৃতিক জগতের সঙ্গে জড়িত শিল্পীগণ। অনেকে বলেছেন, প্রথিতযশা এই শিল্পীর মৃত্যুতে বরাক উপত্যকার সুস্থ সাংস্কৃতিক অঙ্গনের নবপ্রজন্ম প্ৰকৃত এক অভিভাবককে হারাল, যা কোনওদিনই পূরণ হওয়ার নয়।
প্রতিভাবান এই শিল্পীকে শেষ শ্রদ্ধা জানাতে মৈনার বাড়িতে অজস্র লোকের ভিড় জমেছিল ।
হিন্দুস্থান সমাচার / মনোজিৎ দাস