তমলুক পৌরসভার চেয়ারম্যান নিয়োগ অবৈধ ঘোষণা হাইকোর্টের, নির্দেশের পরেও পরিষেবা উদ্বোধন ঘিরে তীব্র বিতর্ক
তমলুক, ২৪ ডিসেম্বর ( হি. স.):- তমলুক পৌরসভার চেয়ারম্যান নিয়োগকে সম্পূর্ণ অবৈধ বলে ঘোষণা করল কলকাতা হাইকোর্ট। আদালতের নির্দেশের পরেও পৌর পরিষেবার উদ্বোধন কর্মসূচিতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান চঞ্চল খাঁড়ার উপস্থিতি ঘিরে নতুন করে রাজনৈতিক বিতর্ক শুরু হ
তমলুক পৌরসভা


তমলুক, ২৪ ডিসেম্বর ( হি. স.):- তমলুক পৌরসভার চেয়ারম্যান নিয়োগকে সম্পূর্ণ অবৈধ বলে ঘোষণা করল কলকাতা হাইকোর্ট। আদালতের নির্দেশের পরেও পৌর পরিষেবার উদ্বোধন কর্মসূচিতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান চঞ্চল খাঁড়ার উপস্থিতি ঘিরে নতুন করে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে।তমলুক পৌরসভার প্রাক্তন পুরপ্রধান দীপেন্দ্রনারায়ণ রায় গত ১১ নভেম্বর দলীয় নির্দেশে পদত্যাগ করেন। তার পর ১৮ নভেম্বর ২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর চঞ্চল খাঁড়াকে অস্থায়ীভাবে চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়। নিয়ম অনুযায়ী, এক মাসের মধ্যে নতুন চেয়ারম্যান নির্বাচনের জন্য পুরবোর্ডের বৈঠক ডাকার বাধ্যবাধকতা থাকলেও তা করা হয়নি। এই নিয়ম লঙ্ঘনের অভিযোগ তুলে তৃণমূলেরই কাউন্সিলর পার্থসারথি মাইতি এবং বিজেপির দুই কাউন্সিলর পৃথকভাবে হাইকোর্টের দ্বারস্থ হন।মঙ্গলবার আদালত স্পষ্ট জানায়, চঞ্চল খাঁড়ার চেয়ারম্যান পদে থাকা অবৈধ এবং অবিলম্বে সেই পদ থেকে তিনি অপসারিত। আগামী এক মাসের মধ্যে ভোটাভুটির মাধ্যমে নতুন চেয়ারম্যান নির্বাচন করতে হবে।বুধবার তৃণমূলের বহিষ্কৃত কাউন্সিলর পার্থসারথি মাইতি বলেন, “টাকা দিয়ে অনেক কিছু কেনা গেলেও আইন কেনা যায় না। আইনের জয় হয়েছে।” বিজেপি কাউন্সিলর জয়া দাস নায়েক অভিযোগ করেন, আদালতের রায় উপেক্ষা করেই এখনও ‘চেয়ারম্যান’ সেজে কর্মসূচি করছেন চঞ্চল খাঁড়া।অন্যদিকে চঞ্চল খাঁড়া দাবি করেন, বিজেপির রাজনৈতিক আক্রোশেই মামলা হয়েছে এবং তিনি দলীয় নির্দেশের অপেক্ষায়।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande