রাজাপুরে ট্রাকের পিছনে ধাক্কা আরেক ট্রাকের, মৃত্যু এক চালকের
হাওড়া, ২৪ ডিসেম্বর (হি.স.): বুধবার ভয়াবহ দুর্ঘটনা ঘটলো হাওড়ার রাজাপুরে| একটি পাথরবোঝাই ট্রাকের পিছনে ধাক্কা মেরে মৃত্যু হল আরেক ট্রাকচালকের। দুর্ঘটনাটি ঘটেছে বুধবার সকালে হাওড়ার রাজাপুরের বেলতলায় মুম্বই রোডে। পুলিশ সূত্রে জানা গেছে, মৃতের নাম সন্
রাজাপুরে ট্রাকের পিছনে ধাক্কা আরেক ট্রাকের, মৃত্যু এক চালকের


হাওড়া, ২৪ ডিসেম্বর (হি.স.): বুধবার ভয়াবহ দুর্ঘটনা ঘটলো হাওড়ার রাজাপুরে| একটি পাথরবোঝাই ট্রাকের পিছনে ধাক্কা মেরে মৃত্যু হল আরেক ট্রাকচালকের। দুর্ঘটনাটি ঘটেছে বুধবার সকালে হাওড়ার রাজাপুরের বেলতলায় মুম্বই রোডে। পুলিশ সূত্রে জানা গেছে, মৃতের নাম সন্তোষকুমার যাদব (৪৫), বাড়ি বিহারে। স্থানীয় সূত্রে জানা গেছে ট্রাক দু'টি কোলাঘাটের দিকে যাচ্ছিল। সে সময়ই নিয়ন্ত্রণহীন হয়ে একটি ট্রাক অপর পাথরবোঝাই ট্রাকে ধাক্কা মারে| দুর্ঘটনার জেরে সড়কের ওই লেনে যানজট হয়। পুলিশ ট্রাক দু'টিকে সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande